ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মিঠামইনে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগ

মিঠামইনে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগ

ফাইল ছবি

কিশোরগঞ্জ ও মিঠামইন প্রতিনিধি

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪ | ১৬:৫৯

কিশোরগঞ্জের মিঠামইনে সাগর মিয়া নামে এক মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে গোপদীঘি ইউনিয়নের শরীফপুরের মাঘাপুড়া বিলে এ ঘটনা ঘটে। সাগর মিয়া এলংজুড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সুকন মিয়ার ছেলে। 

সন্ধ্যার পর বাসা থেকে বের হন সাগর মিয়া। এরপর আর ফেরেননি। সকালে মাঘাপুড়া বিলে তাঁর মরদেহ পরে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে সাগরের বাবা এসে মরদেহ শনাক্ত করেন। 

স্বজনদের ভাষ্য, মাঘাপুড়া বিল ইজারা নেন গোপদীঘি ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী শহীদ মিয়া। তিনি বিলটি সাবলিজ দিয়েছেন একই এলাকার আল আমিনকে। তাঁর পাহারাদাররা সাগরকে পিটিয়ে হত্যা করেছে বলে দাবি তাদের। 

থানার এসআই আনোয়ার হোসেন জানান, সুরতহালে সাগরের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

থানার ওসি আহসান হাবিব জানিয়েছেন, এ ঘটনায় এখনও মামলা হয়নি। মামলা দায়েরের পর তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
 

আরও পড়ুন

×