স্বামীকে হত্যার অভিযোগ

ফাইল ছবি
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪ | ১৮:১৩
লালমনিরহাটের আদিতমারীতে স্বামী ইসমাইল হোসেনকে (৪৫) হত্যার অভিযোগে স্ত্রী মায়া বেগমকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটে। স্থানীয় ধারণা, স্পর্শকাতর স্থানে চাপ দিয়ে তাঁকে হত্যা করেছেন মায়া বেগম।
নিহত ইসমাইল ভেলাবাড়ি ইউনিয়নের পূর্ব শালমারা গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। আর মায়া বেগম সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের দূরাকুটি গ্রামের জগদীশের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইসমাইল ও মায়া বেগমের ১১ বছরের দাম্পত্য জীবন। প্রেম করে তাদের বিয়ে হয়। ঘটনার দিন রাতে গরু বিক্রির টাকা নিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় মায়া বেগম উত্তেজিত অবস্থায় ইসমাইল হোসেনের স্পর্শকাতর স্থানে চাপ দিলে ব্যথায় অজ্ঞান হয়ে যান তিনি।
গুরুতর অবস্থায় স্থানীয় বাসিন্দারা ইসমাইলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পরে খবর পেয়ে পুলিশ বাড়ি থেকে মায়া বেগমকে থানায় নিয়ে যায়।
আদিতমারী থানার ওসি মাহমুদ উন-নবি বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির বড় ভাই শের আলী বাদী হয়ে মামলাটি করেছেন। গ্রেপ্তার মায়া বেগমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
- বিষয় :
- স্বামীকে হত্যা
- অভিযোগ
- গ্রেপ্তার
- লালমনিরহাট