ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ফরিদপুরে শামা ওবায়েদসহ ৩৬ জনের নামে হত্যা মামলা

ফরিদপুরে শামা ওবায়েদসহ ৩৬ জনের নামে হত্যা মামলা

বিএনপির সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) শামা ওবায়েদ। ছবি- সংগৃহীত

ফরিদপুর অফিস ও নগরকান্দা প্রতিনিধি

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪ | ১৪:১৬ | আপডেট: ২৪ আগস্ট ২০২৪ | ১৪:৫৫

ফরিদপুরের নগরকান্দায় কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক (পদ স্থগিত) শহীদুল ইসলামের সমর্থক কবির ভূঁইয়াকে (৫০) কুপিয়ে হত্যার ঘটনায় বিএনপির সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) শামা ওবায়েদকে (৫২) আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

শনিবার দুপুরে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রহমান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে নগরকান্দা থানায় নিহত কবির ভূঁইয়ার স্ত্রী মোনজিলা বেগম (৪৪) বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

মামলায় ৩৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত হিসেবে ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। মামলায় শামা ওবায়েদের নাম এক নম্বরে রাখা হয়েছে। তাকে এ মামলায় হুকুমের আসামি করা হয়েছে।

এ মামলায় এজাহারভুক্ত ৩৬ জনের মধ্যে নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল (৫০) ও তার ভাই মাসুদুর রহমানও রয়েছেন।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে নিহতের স্ত্রী মোনজিলার অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন

×