বাড়ি ফেরার পথে আ.লীগ নেতা ও তার চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

মো. ইদ্রিস হাওলাদার- আগের ছবি
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪ | ১৩:২৭
বরিশালের উজিরপুরে মো. ইদ্রিস হাওলাদার নামে এক আওয়ামী লীগ নেতা ও তার চাচাতো ভাই সাগর হাওলাদারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ১১টার দিকে উপজেলার সাতলা ২নং ওয়ার্ডের বড় ব্রিজের পশ্চিম পাড়ের ঢালে এ ঘটনা ঘটে।
নিহত ইদ্রিস হাওলাদার পশ্চিম সাতলা গ্রামের সোহরাব হাওলাদারের ছেলে সাগর হাওলাদার একই বাড়ির শাহাদাত হাওলাদারের ছেলে। এর মধ্যে ইদ্রিস হাওলাদার সাতলা ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
স্থানীয়রা জানান, শনিবার রাতে ইদ্রিস সাতলা বাজারের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে তার চাচাতো ভাই সাগরের মোটরসাইকেলযোগে বাড়িতে ফিরছিলেন। পথে সাতলা বড় ব্রিজের পশ্চিম পাড়ের ঢালে গেলে একদল অজ্ঞাত পরিচয় দুর্বৃত্ত তাদের গতিরোধ করে এবং তাদেরকে কুপিয়ে জখম করে ও পায়ের রগ কেটে দেয়। এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে এসে তাদেরকে উদ্ধার করে আগৈলঝার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হলে রাত পৌনে ২টায় ইদ্রিস হালদার মারা যান। তার কয়েক ঘণ্টা পরে সাগরও মারা যান।
এ বিষয়ে রোববার নিহতদের চাচা সাবেক ইউপি সদস্য মোনাফছের হাওলাদার বলেন, সাতলা বাজারে ইদ্রিস একজন বড় ব্যবসায়ী। তার সঙ্গে কিছুদিন পূর্বে সাতলা ইউনিয়নের চেয়ারম্যান শাহিন হাওলাদার ও তার চাচাতো ভাই যুবলীগ নেতা আসাদ হাওলাদারের দ্বন্দ্ব হয়। গত ১৭ মার্চ রাতে ওই মৎস্য ঘেরে শাহিনদের নেতৃত্বে তাণ্ডব চালায় ৩০-৪০ জন সন্ত্রাসী। ওই ঘটনায় থানায় মামলা হলে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। কিন্তু গতকাল রাতে এই হত্যার পেছনে কারা জড়িত তা সঠিক বলতে পারছি না।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাফর আহমেদ সমকালকে জানান, রাতে দুর্বৃত্তদের হামলায় এই জোড়া হত্যাকাণ্ড হয়েছে। পুলিশ, সেনাবাহিনীসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতদের ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
- বিষয় :
- বরিশাল
- উজিরপুর
- কুপিয়ে হত্যা