ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিম উদ্দিন মুক্তি পেলেন

আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিম উদ্দিন মুক্তি পেলেন

জসিম উদ্দিন রাহমানি

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪ | ১৬:৪৫ | আপডেট: ২৬ আগস্ট ২০২৪ | ১৬:৫০

জামিনে মুক্তি পেয়েছেন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসিম উদ্দিন রাহমানি। সোমবার দুপুরে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ লুৎফর রহমান জানান, জসিম উদ্দিন রাহমানি সন্ত্রাসবিরোধী মামলায় জামিন পেয়েছেন। জামিনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে।

২০০৮ সালের ৬ ফেব্রুয়ারি মুফতি জসিম উদ্দিনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছিল। ওই মামলায় রোববার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন পান তিনি। তার বিরুদ্ধে অন্য তিনটি মামলা প্রত্যাহার করা হয়েছে।

মুফতি জসিম উদ্দিন রাহমানির বাড়ি বরগুনা সদর থানার খাজুরতোলা গ্রামে।

আরও পড়ুন

×