ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ফারাক্কার গেট খোলায় আতঙ্কে রাজশাহী অঞ্চলের বাসিন্দারা

ফারাক্কার গেট খোলায় আতঙ্কে রাজশাহী অঞ্চলের বাসিন্দারা

ফাইল ছবি

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪ | ১৯:৫৪

অতিরিক্ত পানির চাপের কারণে আজ সোমবার ফারাক্কা বাঁধের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। গেট খুলে দেওয়ায় পদ্মা নদীতে পানি বাড়তে শুরু করেছে। এতে রাজশাহী অঞ্চলের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে পাউবো বলছে, চিন্তার কোনো কারণ নেই।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উত্তরাঞ্চলীয় পানি বিজ্ঞান পরিমাপ বিভাগ জানিয়েছে, রোববার দুপুর থেকেই পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাংখা এলাকা দিয়ে ভারতের গঙ্গা নদী পদ্মা নাম ধারণ করে বাংলাদেশে প্রবেশ করেছে। এই পয়েন্টে সোমবার ভোর ৬টা ও সকাল ৯টায় পানির উচ্চতা পাওয়া গেছে ২০ দশমিক ৪৮ মিটার। বিকেল ৩টায় তা বেদে দাঁড়ায় ২০ দশমিক ৫০ মিটারে। পাংখায় পদ্মার পানির বিপৎসীমা ২২ দশমিক ০৫ মিটার।

পাংখার ভাটিতে রাজশাহী নগরীর বড়কুটি পয়েন্টে পদ্মা নদীর পানির বিপৎসীমা ১৮ দশমিক ০৫ মিটার। সোমবার ভোর ৬টায় এখানে পানির উচ্চতা ছিল ১৬ দশমিক ২৭ মিটার। সন্ধ্যা ৬টায় পানির উচ্চতা বেড়ে হয়েছে ১৬ দশমিক ৩০ মিটার।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান অংকুর বলেন, বর্ষায় ফারাক্কা গেট খোলাই থাকে। পানি বৃদ্ধির হার স্বাভাবিক আছে। দুশ্চিন্তার কিছু নেই।

আরও পড়ুন

×