ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

দু’দিনেও সন্ধান মেলেনি ইউপি চেয়ারম্যানের 

দু’দিনেও সন্ধান মেলেনি ইউপি চেয়ারম্যানের 

ফাইল ছবি

রাঙামাটি অফিস

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪ | ২০:৫০

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আদোমং মারমার সন্ধান মেলেনি। রোববার সকালে বাসা থেকে বের হন তিনি। এর পর থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। 

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার সকাল ১০টার দিকে আদোমং নিজ বাসা থেকে রাজস্থলী উপজেলা সদরের উদ্দেশে রওনা দেন। এর পর থেকে তাঁকে পাওয়া যাচ্ছে না। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। বিভিন্ন স্থানে খোঁজ করার পরও তাঁকে না পেয়ে রাতেই তাঁর স্ত্রী চন্দ্রঘোনা থানায় সাধারণ ডায়েরি করেছেন। স্থানীয় কোনো সন্ত্রাসী গোষ্ঠী আদোমংকে অপহরণ করতে পারে– এমন ধারণা স্থানীয়দের। 

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনসারুল করিম জানান, এ ঘটনায় সাধারণ ডাযেরি করা হয়েছে। আমরা বিভিন্নভাবে চেয়ারম্যানের সন্ধান করার চেষ্টা করছি।
 

আরও পড়ুন

×