ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ফুলবাড়ী দিবসের আলোচনায় বক্তারা

ফুলবাড়ী কয়লা খনি প্রকল্প বাতিল করতে হবে: আনু মুহাম্মদ

দাবি বাস্তবায়ন না হলে নভেম্বর থেকে আন্দোলন

শোক শোভাযাত্রা

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪ | ২০:৫৬ | আপডেট: ২৬ আগস্ট ২০২৪ | ২০:৫৬

‘প্রায় দুই দশক অতিবাহিত হলেও শুকোয়নি সেই আন্দোলনের ক্ষত। স্থানীয় প্রাণ-প্রকৃতি, জীবন-সম্পদ রক্ষা করতে হবে। উন্নয়নের নামে জাতীয় সম্পদ, সম্ভাবনা ও সক্ষমতাকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হবে। ফুলবাড়ীর সংগ্রাম এই দাবি আদায়ে জন্ম দিয়েছিল গণঅভ্যুত্থান। সে সময় আশপাশের ছয় উপজেলার মানুষও উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে। এ অঞ্চলের উর্বর মাটি-ফসল, সমৃদ্ধ প্রাণ-প্রকৃতিবিনাশী কয়লা খনি প্রকল্প অবশ্যই বাতিল করতে হবে।’ 

দিনাজপুরের ফুলবাড়ীতে তেল গ্যাস খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির উপজেলা শাখার উদ্যোগে সোমবার ফুলবাড়ী কয়লা খনি-বিরোধী ট্র্যাজেডি দিবস পালন করা হয়। এ উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব অর্থনীতিবিদ অধ্যাপক ড. আনু মুহাম্মদ।

কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ৮টায় তেল গ্যাস খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি, ফুলবাড়ী পৌর মেয়র, আমরা ফুলবাড়ীবাসীসহ বিভিন্ন সংগঠন ২০০৬ সালের ২৬ আগস্ট নিহতদের স্মরণে শোক শোভাযাত্রার আয়োজন করে এবং শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।

ফুলবাড়ী ছোট যমুনা ব্রিজসংলগ্ন শহীদ বেদি চত্বরে তেল গ্যাস খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা শাখার আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল। এতে প্রধান অতিথির ৩০ মিনিটের (আগে ধারণ করা) বক্তব্য শোনানো হয়।

অডিও বার্তায় ড. আনু মুহাম্মদ বলেন, এশিয়া এনার্জির মতো জালিয়াত-টাউট-বাটপার কোম্পানিকে দেশ থেকে অবিলম্বে বিতাড়িত করতে হবে। একই সঙ্গে তাদের সুবিধাভোগীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং ৬ দফা ফুলবাড়ী সমঝোতা চুক্তির পূর্ণ বাস্তবায়ন করতে হবে। প্রাণ-প্রকৃতি, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্যে গুরুত্ব না দিলে মহাবিপর্যয় দেখা দেয়। উন্নয়নের নামে কিছু মানুষের মুনাফার নির্মম শিকার দেশবাসী। দেশের কোটি কোটি মানুষ আজ নিরাপত্তাহীনতায়। কাজ হারিয়েছে, খাদ্য, চিকিৎসা-শিক্ষা সংকটে মানবেতর দিন কাটাচ্ছে। এত কিছুর পরেও থেমে নেই সম্পদ লুণ্ঠন ও দুর্নীতি।

বক্তারা বলেন, ছয় দফা পূরণ তথা এশিয়া এনার্জিকে (জিসিএম) দেশ থেকে বিতাড়ন, ‘খুনি’ কোম্পানি ও দালালদের বিচার; ফুলবাড়ী আন্দোলনের নেতাদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার; চীন-ভারত-দেশি কোম্পানির মাধ্যমে ফুলবাড়ী বড়পুকুরিয়ার উত্তরাংশে উন্মুক্ত কয়লা খনির ষড়যন্ত্র বন্ধ; রামপাল-রূপপুরসহ প্রাণবিনাশী স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ প্রকল্প বাতিল, স্বাস্থ্যসেবা খাতে বরাদ্দ বৃদ্ধি; উত্তরবঙ্গসহ সারাদেশে সুলভে সার্বক্ষণিক গ্যাস ও বিদ্যুৎ নিশ্চিতকরণ এবং জ্বালানি তেল, সারসহ সব নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য হ্রাস করতে হবে। আগামী ৫ নভেম্বরের মধ্যে দাবি পূরণ করতে হবে। অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

ফুলবাড়ী দিবস পালন কমিটির আহ্বায়ক হামিদুল হক ও সদস্য সচিব এম এ কাইয়ুমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন টিপু বিশ্বাস, ইকবাল কবির, শুভ্রাংশু চক্রবর্তী, দীপক রায়, রায়হান কবির, নাহিদ হাসান নলেজ প্রমুখ।

আরও পড়ুন

×