ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

কাপ্তাই বাঁধের জলকপাট খোলা হলো দেড় ফুট

কাপ্তাই বাঁধের জলকপাট খোলা হলো দেড় ফুট

ফাইল ছবি

রাঙামাটি অফিস ও কাপ্তাই প্রতিনিধি 

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৪ | ২০:০৭

কাপ্তাই হ্রদের পানি বাড়ায় ১৬টি জলকপাট দেড় ফুট খুলে দেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৩৬ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে আছড়ে পড়ছে। 

জানা গেছে, টানা বৃষ্টিতে কাপ্তাই হ্রদে পানির উচ্চতা বেড়ে বিপদসীমায় পৌঁছায়। এতে হ্রদের তীরবর্তী বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ঘর-বাড়ি ও রাস্তাঘাট ডুবে যায়। এ অবস্থায় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ গত রোববার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ১৬টি জলকপাট খুলে কর্ণফুলী নদীতে পানি ছেড়ে দেয়। পরে পানি ছাড়া ৬ ঘণ্টা বন্ধ রাখা হয়। এরপর একই দিন সন্ধ্যা পৌনে ৭টার দিকে ফের সবকটি জলকপাট ৬ ইঞ্চি খুলে পানি ছেড়ে দেয়। এরপরও হ্রদে পানির উচ্চতা বেড়ে যেতে থাকে। পানি কমাতে গতকাল মঙ্গলবার সকালে জলকপাট ১২ ইঞ্চি খুলে দেওয়া হয়। পরবর্তীতে দুপুরের দিকে আরও ছয় ইঞ্চি বাড়িয়ে ১৮ ইঞ্চি খুলে দেওয়া হয়। এতে সবগুলো জলকপাট দিয়ে প্রতি সেকেন্ডে ৩৬ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে। 

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত বাঁধে পানির উচ্চতা ছিল ১০৮ দশমিক ৫০ মেইন সি লেভেল। বিদ্যুৎ উৎপাদন হয়েছে ২২০ মেগাওয়াট। 

আরও পড়ুন

×