শাবি
শিক্ষার্থীদের হল থেকে বের করে দেওয়ার প্রতিবাদ সম্মিলিত সাংস্কৃতিক জোটের

মানববন্ধন করছেন বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সাংস্কৃতিক জোট। ছবি: সমকাল
শাবি প্রতিনিধি
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৪ | ২১:১৫
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) আবাসিক শিক্ষার্থীদের ছাত্রলীগের ‘বি’ টিম ট্যাগ দিয়ে হল থেকে জোরপূর্বক নামিয়ে দেওয়ার ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সাংস্কৃতিক জোট। মঙ্গলবার দুপুরের পরে তারা এই মানববন্ধন ও পদযাত্রা করেন। এ সময় তারা দ্রুত হল খুলে দিয়ে শিক্ষার্থীদের বৈধতার ভিত্তিতে হলে উঠানোর দাবি জানান।
এদিকে বহিরাগতরা ঘেরাও করে আল্টিমেটাম দিয়ে শিক্ষার্থীদের হল ছাড়তে বাধ্য করানোর ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাবি সমন্বয়কগণ।
গতকাল বিকেল ৩টার দিকে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে শিক্ষার্থীরা মানববন্ধন করেন। গত সোমবার বহিরাগতরা এসে হল ঘেরাও করে আবাসিক শিক্ষার্থীদের ছাত্রলীগ ট্যাগ দিয়ে হল ছাড়তে বাধ্য করানোর ঘটনায় প্রতিবাদে তারা এই মানববন্ধন করে।
এদিকে বহিরাগতরা ঘেরাও করে আল্টিমেটাম দিয়ে শিক্ষার্থীদের হল ছাড়তে বাধ্য করানোর ঘটনায় শাবি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব শিক্ষার্থী এবং এলাকাবাসীর সঙ্গে ভুল বুঝাবুঝির কারণ উল্লেখ করে বলেন, হলে আবারও ছাত্রলীগ অবস্থান নিয়েছে- ফেসবুকে এমন তথ্য ছড়িয়ে পড়লে স্থানীয় জনসাধারণ সোমবার বিকালে লাঠিসোঁটা নিয়ে ক্যাম্পাসে অবস্থান নেন। এ সময় তারা সন্ধ্যা ৭টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার আল্টিমেটাম দেন। সমন্বয়ক ও শিক্ষকরা এলাকাবাসীকে বুঝানোর চেষ্টা করলেও কাজ হয়নি। একপর্যায়ে নিরাপত্তার দিক বিবেচনা করে হল ছাড়তে বাধ্য হন শিক্ষার্থীরা।
এদিকে গত সোমবার হলের শিক্ষার্থীদের বের করে দেওয়ার সময় বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষার্থী ফাহিমের সঙ্গে বহিরাগতদের কথা-কাটাকাটি হয়। পরে ফাহিম মোটরসাইকেল নিয়ে ফেরার পথে সুরমা আবাসিক এলাকায় তার ওপর হামলা করে দুর্বৃত্তরা। এ সময় তাকে রড এবং হেলমেট দিয়ে মাথায় ও হাতে আঘাত করে।
ফাহিম বলেন, মারার সময় তারা ক্ষিপ্ত হয়ে বলে তুই আমাদের সিনিয়রের সঙ্গে বেয়াদবি করছোস। এখন হল নিয়ে কোনো কথা বলবি না। হল আমরা চালাবো। পরবর্তী সময় তোকে দেখলে একদম মেরে ফেলবো।