ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বন্যায় বিপর্যস্ত ফেনীতে কোয়ালিটি লাইফ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ

বন্যায় বিপর্যস্ত ফেনীতে কোয়ালিটি লাইফ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ

ছবি-সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪ | ১২:৩১

বন্যায় বিপর্যস্ত ফেনীর ফুলগাজী-ছাগলনাইয়্যার অসহায় মানুষের জন্য দুই দিনব্যাপী অতি প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে কোয়ালিটি লাইফ ফাউন্ডেশন (কিউএলএফ)। স্মরণাতীতকালের সবচেয়ে ভয়ংকর বন্যায় গত ২৬ ও ২৭ আগস্ট বিপর্যস্ত ফেনীর ফুলগাজী-ছাগলনাইয়্যার প্রান্তিক এলাকার আশ্রয়স্থল-সহায় সম্বল হারানো ২৫০ পরিবারের মাঝে জন্য দুই দিনব্যাপী অতি প্রয়োজনীয় প্রায় তিন হাজার কেজি সমপরিমাণ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রতি পরিবারের জন্য ৬ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ১লিটার তেল, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, চিড়া, মুড়ি বিতরণ করা হয়। 

ফুলগাজী-ছাগলনাইয়্যার বন্যায় বিপর্যস্ত প্রান্তিক এলাকাগুলোতে আগে থেকেই কোয়ালিটি লাইফের স্থানীয় স্বেচ্ছাসেবকরা পানি ঠেলে বন্যায় বিপর্যস্তদের বাড়ি বাড়ি গিয়ে তাদের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তথ্য সংগ্রহ করে করে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট স্থানে আসার জন্য খাদ্য সামগ্রী নেওয়ার টোকেন প্রদান করেন। সংগ্রহকৃত তালিকা অনুযায়ী ২৭ আগস্ট সকাল ১১টায় ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদ হাট ইউনিয়নের মনিপুর প্রাইমারী স্কুলে মনিপুর, ধর্মপুর উত্তর ও দক্ষিণ,জগতপুর, আমজাদ হাট এলাকার ১৩০ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে অতি প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর ব্যাগ তুলে দেন কিউএলএফের স্বেচ্ছাসেবকরা। ওই অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত আমজাদহাট টু মুন্সিরহাট রাস্তা স্বেচ্ছাশ্রমে মেরামত করার জন্য স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের হাতে টোকেন মানি হিসেবে প্রাথমিকভাবে দশ হাজার টাকা তুলে দেন কিউএলএফের কর্মকর্তারা এবং প্রয়োজনে আরও অর্থ প্রদানের ঘোষণা করা হয়। 

ফুলগাজীর  ১৩০ পরিবারকে সহায়তা প্রদানের পর আমজাদ হাট অবস্থিত এতীমখানার শিক্ষার্থীদের জন্য ১০ পরিবারের সমপরিমাণ খাদ্য সামগ্রী এতিমখানার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। মঙ্গলবার দুপুরেই ফুলগাজী থেকে খাদ্য সামগ্রী নিয়ে ছাগলনাইয়্যার সবচেয়ে দুর্গত প্রান্তিক এলাকা এখনো পানির নিচে অবস্থিত দরবেশের হাট, উত্তর কুহমা, জংগলমিয়া এলাকার  সংগ্রহকৃত তালিকা থেকে ১১০ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।

বন্যায় বিপর্যস্তদের জন্য খাদ্য সামগ্রী সহায়তা কার্যক্রমে অংশগ্রহণ করেন কিউএলএফের সমন্বয়ক ডা. দলিলুর রহমান, জাতীয় হৃদরোগ হাসপাতালের সহ রেজিস্ট্রার ডা. শাকিল আরিফ চৌধুরী, ফুটবল কোচ ও জাতীয় দলের সাবেক খেলোয়াড় আব্দুল বাতেন মজুমদার কমল, স্থানীয় সংগঠক মনির আহমেদ, লিটন, ওসমান সাইফুল ইসলাম, স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী মাহফুজ, রাকিব, জাহিদ, সায়মন, তোরাব প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×