ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

গাজী টায়ার্সের আগুন

এখনও শুরু হয়নি উদ্ধার অভিযান, ভবনের অবস্থা নাজুক

এখনও শুরু হয়নি উদ্ধার অভিযান, ভবনের অবস্থা নাজুক

ভবনটি বেঁকে গিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। ছবি-মেহেদী হাসান সজীব

মেহেদী হাসান সজীব

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪ | ১৩:৩২ | আপডেট: ২৮ আগস্ট ২০২৪ | ১৩:৩৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার্সের আগুন পুরোপুরি নির্বাপণ করা গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস৷ তবে ভবনটিতে এখনো উত্তাপ থাকায় পানি ছিটিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা৷

এদিকে, ভবনটি নাজুক অবস্থায় থাকায় ‘টেকনিক্যাল এক্সপার্টের নিরীক্ষণ’ ছাড়া ভেতরে ঢুকে অনুসন্ধান বা উদ্ধার অভিযান শুরু করা যাচ্ছে না বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের (জোন-২) উপসহকারী পরিচালক আব্দুল মন্নান৷

তিনি বলেন, গতকাল (মঙ্গলবার) সকালে আগুন নেভানোর পর ইনিশিয়ালি আমরা ভবনটির সিঁড়ি দিয়ে চারতলা পর্যন্ত উঠতে পেরেছিলাম৷ সিড়িতে দাঁড়িয়ে যতদূর দৃষ্টি যায় ততদূর কোনো ভিকটিমকে পাওয়া যায়নি।  

মঙ্গলবার সকাল পাঁচটার দিকে ফায়ার সার্ভিস আগুন নেভানোর কথা জানালেও বিকেলের পর আবারও ভবনটিতে আগুন জ্বলে ওঠে৷ সন্ধ্যার পর রাতে আগুনের তীব্রতা আরও বাড়ে৷

বর্তমান ভবনের ফটকে সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা পহারা দিচ্ছেন। দুপুরে গণপূর্ত বিভাগের একটি টিম পরিদর্শন পরে ফায়ার সার্ভিসকে ব্রিফিং করবেন বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আনোয়ারুল হক বলেন, ভবনটি নাজুক অবস্থায় থাকায় এখন পর্যন্ত ভেতরে ঢুকে উদ্ধার অভিযান শুরু করা যায়নি।

তিনি বলেন, ভবনটি বেঁকে গিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। কয়েকটা জায়গায় সুড়কির মতো হয়ে গেছে৷ ভেতরে ঢুকে কাজ করা যাচ্ছে না৷ 

টার্ন টেবিল ল্যাডারের (টিটিএল) সাহায্যে ভবনটির ছাদে তল্লাশি চালানো হয়েছে জানিয়ে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ছাদের কোনো অংশে হতাহত কাউকে পাওয়া যায়নি৷ ভবনের ভেতরে ঢোকা সম্ভব হয়নি৷ আগুনটা যেহেতু নেভাতে পেরেছি, সবকিছু বিবেচনা করে ভেতরে উদ্ধার অভিযান শুরু করব৷

এদিকে নিখোঁজদের খোঁজে ভবনটির সামনে অপেক্ষায় আছেন স্বজনরা। ‘নিখোঁজ’ ব্যক্তিদের মধ্যে ৩০ জনের স্বজনের সঙ্গে কথা হয়েছে সমকালের। তাদের মধ্যে ২৯ জন বাইরে থেকে এসে ওই কারখানায় ঢোকেন। একজন ওই কারখানার কর্মী। আগুন লাগার খবর শুনে বাসা থেকে এসে তিনি নিজ কর্মস্থলে ঢুকেছিলেন। নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা জানান, রোববার থেকে তাদের স্বজন নিখোঁজ। তাদের মোবাইল ফোন বন্ধ।

এর আগে রোববার রাত ৮টার দিকে রূপসীতে গাজী টায়ারের কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটে।

আরও পড়ুন

×