আত্মগোপনে কুসিক কাউন্সিলররা, নাগরিক সেবায় ভোগান্তি

ছবি- সংগৃহীত
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪ | ২০:১১ | আপডেট: ২৯ আগস্ট ২০২৪ | ১৯:২৩
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) যাত্রা শুরু করে ২০১১ সালে। এরপর এই প্রথম বড় সংকটে পড়েছে নাগরিকসেবা। শেখ হাসিনা সরকার পতনের পর থেকে কুসিক মেয়র তাহসীন বাহার সূচনাসহ তাঁর অনুসারী অনেক কাউন্সিলর আত্মগোপনে চলে গেছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা ও হতাহতের ঘটনায় আসামি হয়েছেন সূচনা ও ডজনখানেক কাউন্সিলর। এতে নাগরিক সেবা ও চলমান উন্নয়ন কাজে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। তবে কুসিকের নবনিযুক্ত প্রশাসক কার্যক্রম সচলের উদ্যোগ নিয়েছেন। গতকাল বুধবার প্রশাসকের প্রথম মাসিক সভা হয়। এতে ৩৬ কাউন্সিলরের মধ্যে সূচনা সমর্থিত ১২ জনই অনুপস্থিত ছিলেন।
সূত্র জানায়, আন্দোলন চলাকালে নগরীর নন্দনপুর এলাকায় মাসুম মিয়া নামে এক হোটেল কর্মচারী নিহত হন। এ ঘটনায় গত ১৯ আগস্ট প্রথম হত্যা মামলায় আসামি হন সাবেক মেয়র সূচনাসহ বেশ কয়েক কাউন্সিলর। গত মঙ্গলবার পর্যন্ত ঢাকা ও কুমিল্লায় আরও চারটি মামলায় সূচনাকে আসামি করা হয়েছে। মিছিলে গুলি চালিয়ে হত্যাসহ হামলায় আহত করার অভিযোগে কোতোয়ালি ও সদর দক্ষিণ মডেল থানায় করা পৃথক মামলায় কুসিকের ডজনেরও বেশি কাউন্সিলর আসামি। তাদের অনেকেই এখন এলাকা ছাড়া।
আসামি হওয়া কাউন্সিলরদের মধ্যে আছেন– হাবিবুর আল আমিন সাদী, উদ্দিন খান জম্পি, সরকার মাহমুদ জাবেদ, আজাদ হোসেন, আনোয়ার হোসেন, আবুল হাসান, গাজী গোলাম সরওয়ার শিপন, মনজুর কাদের মনি, সৈয়দ রায়হান, আবদুস সাত্তার, কাউসারা বেগম সুমি, আবুল হাসেম, আমিনুল ইসলাম ইকরাম, হানিফ মাহমুদ, এমদাদ ও শওকত আকবর।
গতকাল কুসিকের প্রশাসক সাইফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে মাসিক সভা হয়। এতে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের অনুপস্থিতিতে স্থবির হয়ে পড়া উন্নয়নমূলক কাজ, ট্রেড লাইসেন্স, নাগরিক সনদ, জন্মনিবন্ধন ও মৃত্যুসনদসহ যাবতীয় নাগরিক সেবায় ভোগান্তির বিষয়টি আলোচনায় স্থান পায়।
কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা সামছুল আলম বলেন, নাগরিক সেবায় ভোগান্তি নিরসনে অনুপস্থিত কাউন্সিলরদের পরিবর্তে বিধি মোতাবেক পার্শ্ববর্তী ওয়ার্ডের কাউন্সিলর দায়িত্ব পালন করবেন। সভায় ২৭ জন সাধারণ ওয়ার্ড (পুরুষ) কাউন্সিলরের মধ্যে ১২ জন ছিলেন না। সব নারী কাউন্সিলর উপস্থিত ছিলেন।
কাউন্সিলর একরাম হোসেন বাবু বলেন, অনুপস্থিত কাউন্সিলরদের এলাকায় চলমান উন্নয়ন কাজ তদারকি করতে সাত সদস্যের কমিটি করা হয়েছে।
কোতোয়ালি থানার ওসি ফিরোজ হোসেন বলেন, জামিন ছাড়া আসামিদের এভাবে সভায় অংশগ্রহণের বিষয়টি জানা ছিল না। খোঁজখবর নেওয়া হচ্ছে।
- বিষয় :
- কুসিক
- কুসিক কাউন্সিলর
- কুমিল্লা