মাদক উদ্ধার অভিযানে কর্মকর্তার ওপর হামলা

ফাইল ছবি
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪ | ২০:৫৪
নাটোরের বড়াইগ্রামে মাদকদ্রব্য উদ্ধার অভিযানে হামলার শিকার হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক রুহুল আমিন। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের মানিকপুর স্কুলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত কর্মকর্তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
রুহুল আমিন চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার চকবহরামপুর গ্রামের মৃত সলেমান আলীর ছেলে। হামলাকারীরা হলেন, উপজেলার মাঝগাঁও ইউনিয়নের মানিকপুর স্কুলপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম ও তাঁর ছেলে জুয়েল হোসেন।
মাকদদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোরের উপপরিদর্শক মহিয়ার রহমান জানান, রুহুল আমিনসহ সাত কর্মকর্তা-কর্মচারী নিয়ে তিনি মাদকদ্রব্য উদ্ধারে মাঝগাঁও ইউনিয়নের মানিকপুর স্কুলপাড়া গ্রামে যান। অভিযান চলাকালে জাহাঙ্গীর আলম ও তাঁর ছেলে জুয়েল হোসেন একা পেয়ে রড দিয়ে রুহুল আমিনের মাথায় আঘাত করে। তাঁকে বাঁচাতে এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত অবস্থায় রুহুল আমিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফিউল আযম বলেন, অভিযুক্তদের গ্রেপ্তার ও মামলার প্রস্তুতি চলছে।