ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বিএনপি নেতা ‘বন্দুকযুদ্ধে’ নিহত

সাবেক এমপি-এসপিসহ ৩৪ জনের বিরুদ্ধে স্ত্রীর মামলা

সাবেক এমপি-এসপিসহ ৩৪ জনের বিরুদ্ধে স্ত্রীর মামলা

মাইক হাতে বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যা। ছবি: সংগৃহীত

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪ | ২০:৫৭

সাতক্ষীরার শ্যামনগরে প্রায় আট বছর আগে কথিত বন্দুকযুদ্ধের নামে বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যাকে হত্যার অভিযোগ এনে সাবেক এমপি, এসপিসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা করেছেন তাঁর স্ত্রী।

আজ বুধবার জেলা আমলি আদালত-৫ এ মামলাটি করেন সালিমা বেগম। শুনানি শেষে বিচারক নয়ন বিশ্বাস বাদীর আবেদন এফআইআর হিসেবে শ্যামনগর থানাকে গ্রহণের আদেশ দেন।

মামলায় আসামিরা হলেন– সাতক্ষীরায় আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি এস এম জগলুল হায়দার, তার ফুফাতো ভাই সানাউল্লাহ, তৎকালীন পুলিশ সুপার চৌধুরী মুনজুরুল কবির, সহকারী পুলিশ সুপার মির্জা সালাউদ্দীন আহমেদ, এসআই সুধাংশু কুমার মণ্ডল, নিখিল চন্দ্র অধিকারী, এএসআই ইমরান মোল্যা, কনস্টেবল আজমল হোসেন, জাহাঙ্গীর, অহিদুজ্জামান, রেজাউল হোসেন, শহিদুজ্জামান, অলিউল্লাহর প্রতিবেশী আব্দুল ওহিদ, মশিউর রহমান, আব্দুস সবুর মোল্যা, গাজী আনিছুজ্জামান, আব্দুল ওহিদ (২), আব্দুল হাকিম, আব্দুর রহিম, আব্দুল হাকিম(২), আব্দুল হালি, জিয়াউর রহমান, কামাল হোসেন, হাফিজুর রহমান, মিজানুর মোড়ল, মহসীন পাড়, মোজাফ্‌ফর মোল্যা, আব্দুল মান্নান, হাফিজুর রহমান (২), সাবের মিস্ত্রি, শফিউল আযম লেলিন, জহুরুল হায়দার বাবু, আতাউল হক দোলন ও গোলাম মোস্তফা।

অলিউল্লাহ শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৬ সালের ১০ জুলাই সন্ধ্যায় তাকে আটক করা হয়। পরে রাত ২টার দিকে বাড়ির অদূরে ‘বন্দুকযুদ্ধে’ তাঁর মৃত্যু হয় বলে দাবি করে পুলিশ।

বাদী সালিমা জানান, ঘটনার দিন সন্ধ্যায় এমআর পরিবহনের বাসে তাঁর স্বামী ঢাকা যাচ্ছিলেন। সাতক্ষীরার পারুলিয়া এলাকায় পৌঁছানোর পর আসামিরা বাস থামিয়ে অলিউল্লাহকে নামিয়ে নেন। এক পর্যায়ে রাত ২টার দিকে বাড়ির পাশে নিয়ে বন্দুকযুদ্ধের নামে তাঁকে মাথায় গুলি করে হত্যা করে। তিনি বলেন, এতদিন আসামিরা ভয়ভীতি দেখানোয় মামলা করার সাহস পাননি। হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।

শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) ফকির তাইজুর রহমান জানান, আদালতের নির্দেশনা এখন পর্যন্ত তারা হাতে পাননি। পাওয়া মাত্র আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন

×