ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ফারাক্কা গেট খোলার পর পদ্মায় পানি বাড়ল ৩ সেন্টিমিটার

চারদিনে পদ্মায় পানি বাড়ল ৩ সেন্টিমিটার

ফাইল ফটো

রাজশাহী ব্যুরো 

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪ | ১৩:১৮ | আপডেট: ২৯ আগস্ট ২০২৪ | ১৩:২০

ফারাক্কার সবগুলো গেট খুলে দেওয়ার চার দিন পর বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর পদ্মা নদীতে সামান্য পানি বেড়েছে। রোববার সন্ধ্যা ৬টায় ৩ সেন্টিমিটার পানি বেড়ে হয়েছিল ১৬.৩০ সেন্টিমিটার। 

এরপর আতঙ্ক ছড়ালেও পানি বাড়েনি। চার দিন পর বৃহস্পতিবার দুপুর ১২টায় ৩ সেন্টিমিটার পানি বেড়ে হয়েছে ১৬.৩৩ সেন্টিমিটার।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উত্তরাঞ্চলীয় পানি বিজ্ঞান পরিমাপ বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার রাত থেকে পানি বাড়তে থাকে। তবে এ হারে পানি বাড়লে কোনো ভয় নেই। রাজশাহীতে বিপৎসীমা ১৮.০৫ সেন্টিমিটার। বিপৎসীমার অনেক নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান অংকুর জানান, বর্ষায় ফারাক্কা গেট খোলা থাকে। পানি বৃদ্ধির হার স্বাভাবিক আছে। দুচিন্তার কিছু নাই। 

আরও পড়ুন

×