উজিরপুরে জোড়া খুনের ঘটনায় জড়িতদের ফাঁসি দাবি

ফাইল ছবি
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪ | ২০:২৪
বরিশালের উজিরপুর উপজেলার সাতলার দুই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় সন্ত্রাসীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় উজিরপুর-সাতলা সড়কে, সাতলা বাজার ব্যবসায়ী, ছাত্রসমাজ ও সুধীজনের ব্যানারে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সাতলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ইউনুস বালীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাতলা বিএনপির সাবেক সভাপতি মো. ফারুক বিশ্বাস, মাওলানা মোজাম্মেল হক, শহীদ পরিবারের পক্ষ থেকে সাবেক ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা মোনাফসের হাওলাদার, সাবেক ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামাল হোসেন বালী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শিক্ষক মো. মশিউর রহমান প্রমুখ।
এ ছাড়া বিএনপি, আওয়ামী লীগ, হেফাজতে ইসলাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ও নিহত পরিবারের সদস্যসহ ছাত্রসমাজের নেতারাসহ কয়েকশ নারী-পুরুষ মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশ নেন।
সভায় বক্তারা বলেন, নিহত ইদ্রিস হাওলাদার ও তাঁর চাচাতো ভাই সাগর হাওলাদার দু’জনই সাতলা বাজারের ব্যবসায়ী ছিলেন। সন্ত্রাসী আসাদ হাওলাদার ও শাহিন চেয়ারম্যানের গং-এর সঙ্গে দীর্ঘদিন মাছের ঘের নিয়ে বিরোধ ছিল ইদ্রিস হাওলাদারের। সন্ত্রাসীদের হাতে একাধিকবার নির্যাতনের শিকার হয়েছেন ইদ্রিস। নির্যাতনের ঘটনায় বাদী হয়ে মামলা করাই তাঁর কাল হয়ে দাঁড়িয়েছে। তাঁর জীবন দিতে হয়েছে সন্ত্রাসীদের হাতে।
বক্তারা বলেন, মামলায় স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহিন ও তাঁর চাচতো ভাই আসাদ জেল খাটেন। জেল থেকে বেরিয়ে প্রতিশোধ নিতে এ হত্যাকাণ্ড ঘটান তারা। তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।
মানববন্ধন ও প্রতিবাদ সভা শেষে নিহতদের রুহুর মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
উজিরপুর মডেল থানার ওসি জাফর আহম্মেদ জানান, এ হত্যার ঘটনায় একজন আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।