ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

যুবকের ঝুলন্ত মরদেহ

পাঁচজনকে আসামি করে মামলা, স্ত্রী গ্রেপ্তার

পাঁচজনকে আসামি করে মামলা, স্ত্রী গ্রেপ্তার

ফাইল ছবি

লালপুর (নাটোর) প্রতিনিধি 

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪ | ১৮:১৯

নাটোরের লালপুরে নাজমুল হোসেনের মৃত্যুর পর দায়ের করা হত্যা মামলায় স্ত্রী বীথি খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার মোড়দাহ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

এর আগে নিহতের ছোট ভাই আজমল হোসেন পাঁচজনকে আসামি করে লালপুর থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় নাজমুলের স্ত্রী বীথি খাতুনকেও আসামি করা হয়। মামলার অন্য আসামিরা পলাতক। শুক্রবার সকালে আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হীরেন্দ্রনাথ এ তথ্য নিশ্চিত করেন। 

নিহত নাজমুল হোসেনের ছোট ভাই আজমল হোসেন বলেন, প্রতিবেশী মুনির হোসেন ভাবির সঙ্গে ফোনে কথা বলত। সে ভাবিকে হুমিও দিয়েছে। এর জের ধরে নাজমুলকে হত্যা করা হতে পারে। তাঁর মহদেহে আঘাতের চিহ্ন ও রক্ত দেখে এটিকে হত্যাই মনে হচ্ছে। আমি আমার ভাই হত্যার বিচার চাই। 

এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বীথি খাতুন পুলিশকে জানিয়েছে, মামলার অপর আসামি মুনির হোসেন দীর্ঘদিন ধরে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। তিনি সাড়া দেননি। এক পর্যায়ে মুনির হুমকি দিয়ে বলেছে– ‘তোকে পাওয়ার জন্য সবকিছু করব।’ এ কারণে সন্দেহের তালিকায় মুনিরকে রাখা হয়েছে। তবে মুনিরসহ অন্য আসামিরা পলাতক থাকায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা হীরেন্দ্রনাথ। 

 


 

আরও পড়ুন

×