খুলনায় মায়ের ডাক ও অধিকারের মানববন্ধন
ডা. জনি ও কলেজছাত্র রেজোয়ানকে ফেরত চাইল পরিবার

ছবি: সমকাল
খুলনা ব্যুরো
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪ | ২১:১৫
গুমের শিকার সাতক্ষীরার হোমিও চিকিৎসক মোখলেসুর রহমান জনি এবং যশোরের বেনাপোলের কলেজছাত্র রেজোয়ান হোসেনকে ফেরত পেতে অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপ চেয়েছেন স্বজন। তারা জানান, যার সন্তান গুম; শুধু সে-ই বোঝে এটি কতটা যন্ত্রণার। দেশে আইনের শাসন ও বাক্স্বাধীনতার পরিবেশ তৈরি হয়েছে। সরকার তাদের খুঁজে বের করে ফেরত দেবে বলে আশাবাদী।
শুক্রবার গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে খুলনায় মানববন্ধন ও সমাবেশে এ দাবি জানান স্বজন। খুলনা প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে ‘অধিকার’ ও ‘মায়ের ডাক’।
সভাপতিত্ব ও দিবসের ঘোষণাপত্র পাঠ করেন অধিকার-খুলনার ফোকাল পারসন সাংবাদিক মুহাম্মদ নূরুজ্জামান। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক ও মানবাধিকারকর্মী কেএম জিয়াউস সাদাত।
মানববন্ধনে হোমিও চিকিৎসক জনির বাবা শেখ আব্দুর রাশেদ কান্নাজড়িত কণ্ঠে বলেন, ২০১৬ সালের ৪ আগস্ট সাতক্ষীরা সদর থানার এসআই হিমেলের নেতৃত্বে জনিকে ধরে থানায় নিয়ে যাওয়া হয়। এর পর ৮ বছরেও তার সন্ধান দিতে পারেনি পুলিশ। ছেলের অনুপস্থিতিতে সংসার তছনছ হয়ে গেছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বারবার আবেদন করেও সন্তান পাইনি। অভিযুক্ত পুলিশ সদস্যদের কঠোর শাস্তি ও জনিকে ফিরিয়ে দিতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
কলেজছাত্র রেজোয়ান হোসেনের বড় ভাই রিপন হোসেন বলেন, ২০১৬ সালের ৪ আগস্ট বেনাপোল থানার পুলিশ রেজোয়ানকে আটক করে। পরে ওসি অপূর্ব হাসানের নেতৃত্বে তাকে গুম করা হয়। দীর্ঘ ৮ বছরে তার সন্ধান না পেয়ে আমার বৃদ্ধ মা-বাবা অসুস্থ হয়ে পড়েছেন।
মানববন্ধনে আরও বক্তৃতা করেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার খুলনা জেলা সমন্বয়কারী মোমিনুল ইসলাম, গণসংহতি আন্দোলনের জেলা শাখার আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল, সাংবাদিক আব্দুর রাজ্জাক রানা, ব্লাস্টের অশোক কুমার সাহা, সাতক্ষীরার মানবাধিকারকর্মী শেখ আলমগীর আশরাফ প্রমুখ।