বাবুগঞ্জে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ফাইল ছবি
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৪ | ২০:৪৬
অসুস্থতার কারণ দেখিয়ে আওয়ামী লীগের দলীয় পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জালাল আহমেদ। উপজেলা আওয়ামী লীগ সভাপতি বরাবর লেখা পদত্যাগপত্রটি গতকাল রোববার দলীয় কার্যালয়ে জমা দেন তিনি। উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক পরিতোষ চন্দ্র পাল বিষয়টি নিশ্চিত করেছেন।
পদত্যাগ প্রসঙ্গে জালাল আহমেদ বলেন, ‘আমি শারীরিকভাবে কিছুটা অসুস্থ। এ অবস্থায় আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা আমার পক্ষে সম্ভব নয়। তাই দলের সব পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’
দলের একাধিক নেতা জানান, জালাল আহমেদ ত্যাগী ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে উপজেলার সর্বমহলে পরিচিত ছিলেন। তিনি ২০১৮ সালে রহমতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নির্বাচিত হন। সভাপতির মৃত্যুর পর ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
- বিষয় :
- আওয়ামী লীগ নেতা
- পদত্যাগ
- বরিশাল
- বাবুগঞ্জ