নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার

সোয়াইব
উল্লাপাড়া ও শাহজাদপুর প্রতিনিধি
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪ | ১০:০৮ | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৪ | ১২:৪৬
সিরাজগঞ্জের শাহজাদপুরে বড়াল নদীতে গোসলে নেমে ডুবে নিখোঁজ কলেজছাত্র সোয়াইবের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার রাত ১১টার দিকে সোয়াইবের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।
গত ২৮ আগস্ট (বুধবার) বন্ধুদের সঙ্গে পিকনিকে গিয়ে নদীতে নেমে নিখোঁজ হন সোয়াইব। তিনি উল্লাপাড়া পৌরসভার ঘোষগাঁতী মহল্লার আব্দুস সালামের ছেলে। ঢাকার ধানমন্ডি আইডিয়াল কলেজের ছাত্র ছিলেন সোয়াইব।
সোয়াইবের বন্ধুরা জানান, গত ২৮ আগস্ট (বুধবার) কয়েকজন বন্ধু মিলে সোয়াইব শাহজাদপুরের রাউতারা স্লুইচ গেটে পিকনিকে যান। পরে রাফি, মওদুদ, মাসুম ও সোয়াইব নদীতে গোসলে নেমে পানিতে ডুবে যান। স্থানীয় জেলেদের সহযোগিতায় তিন বন্ধু তীরে উঠতে পারলেও সোয়াইব নিখোঁজ হন। বুধবার রাত থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ডুবুরি দল নদীতে তাকে উদ্ধার অভিযান চালায়। ব্যর্থ হয়ে তারা অভিযান সমাপ্ত ঘোষণা করেন।
শাহজাদপুর থানার উপ-পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর জানান, রোববার রাতে ঘটনাস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে বাঘাবাড়ি নৌ বন্দরের পাশে চয়ড়া এলাকায় সোয়াইবের মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে শাহজাদপুর থানার পুলিশ রাত ১১টার দিকে নৌ পুলিশের সহযোগিতায় তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।
জাহাঙ্গীর আরও বলেন, সোয়াইবের মরদেহ প্রায় পচে গেছে। জামা-কাপড় দেখে তার বাবা-মা মরদেহ শনাক্ত করেন।
এদিকে সোয়াইবের মরদেহ উল্লাপাড়ায় বাসায় আনা হলে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে সেখানকার পরিবেশ। জানাজা শেষে রোববার রাতেই বেলকুচির শালদিয়ার গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
- বিষয় :
- উল্লাপাড়া
- শাহজাদপুর
- মরদেহ উদ্ধার
- নিখোঁজ