ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

টঙ্গী‌তে বাটা সু কারখানার শ্রমিকদের বি‌ক্ষোভ চলছে

টঙ্গী‌তে বাটা সু কারখানার শ্রমিকদের বি‌ক্ষোভ চলছে

ছবি- সমকাল

টঙ্গী (গাজীপুর) প্রতি‌নি‌ধি

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪ | ১২:১৮ | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৪ | ১২:৩৭

চাকরি স্থায়ীকরণ, বেতন বৃদ্ধিসহ আট দফা দাবিতে টঙ্গীতে বাটা সু বাংলাদেশ লিমিটেডের শ্রমিকদের বিক্ষোভ চল‌ছে। সোমবার সকাল ৬টা থেকে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে কারখানার ফটকের সাম‌নে অবস্থান করছেন।

আ‌ন্দোলনরত শ্রমিকরা জানান, বে‌সিক বেতন ন্যূনতম ১৫ হাজার টাকা; পারিবারিক চিকিৎসা সুবিধা বৃদ্ধিসহ আট দফা দাবি নিয়ে আন্দোলন করছেন তারা। এছাড়া সহকা‌রী এইচ আর ম্যানেজার এনামুল হক, ধামরাই শাখার সহকা‌রী এইচ আর ম্যানেজার সালাউ‌দ্দিন আহ‌মেদ এবং হুমায়ুন আহ‌মেদের পদত্যাগ দা‌বি জানান শ্রমিকরা।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন বলেন, শ্রমিকরা কারখানার গে‌টের সামনে বি‌ক্ষোভ করছেন। তবে মহাসড়‌কে যান চলাচল স্বাভা‌বিক রয়ে‌ছে।

আরও পড়ুন

×