ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মামলার তদন্ত

রংপুরে গুলিতে নিহত সাজ্জাদের লাশ ৪৪ দিন পর উত্তোলন

রংপুরে গুলিতে নিহত সাজ্জাদের লাশ ৪৪ দিন পর উত্তোলন

ছবি: সমকাল

রংপুর অফিস

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪ | ১৯:০৭ | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৪ | ১৯:১০

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রংপুরে নিহত সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেনের লাশ উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে মৃত্যুর ৪৪ দিন পর সোমবার দুপুরে নগরীর মিস্ত্রিপাড়া কবরস্থান থেকে লাশটি তুলে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।  

এ সময় রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম আরিফ, মামলার তদন্ত কর্মকর্তা মেট্রোপলিটন কোতয়ালি থানার এসআই খালিদ উদ্দিনসহ পুলিশ, সেনাবাহিনীর সদস্য ও সাজ্জাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম আরিফ বলেন, লাশটি ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছিল ও পরবর্তীতে আদালতে মামলা হয়েছে। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে লাশ তোলা হয়েছে। তদন্ত শেষে পুনরায় লাশটি দাফন করা হবে। 

গত ১৯ জুলাই বিকেলে রংপুর সিটি করপোরেশন কার্যালয়ের সামনে গুলিবিদ্ধ হন নগরীর পূর্ব শালবন এলাকার বাসিন্দা সাজ্জাদ হোসেন। পরে ২০ আগস্ট তার স্ত্রী জিতু বেগম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ৫৭ জনের নাম উল্লেখ করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতয়ালি আমলী আদালতে হত্যা মামলা করেন।

আরও পড়ুন

×