ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

ফাইল ছবি

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪ | ১৯:১২

ভোলার চরফ্যাসনে জমি নিয়ে বিরোধে সিরাজ উদ্দিন নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার রাতে দুলারহাট থানার নীলকমল ইউনিয়নের চর যমুনা গ্রামে দুর্ঘটনাটি ঘটে। এ সময় আরও তিনজন আহত হয়েছেন। নিহত সিরাজ উদ্দিন ওই গ্রামের মৃত জেবল হকের ছেলে।

মামলা থেকে জানা গেছে, সিরাজ উদ্দিন ও আবদুল বারেক পাশাপাশি বাড়িতে বসবাস করেন। উভয় পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে বুধবার রাত সাড়ে ১০টায় তাদের মধ্যে মারামারি শুরু হয়। এক পর্যায়ে আবদুল বারেকের লোকজন সিরাজ উদ্দিনের পরিবারের ওপর হামলা চালায়। তারা কাঁচি ও দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে সিরাজ উদ্দিন, তাঁর ভাই আবদুল মালেক, মো. বেল্লাল ও রুহুল আমিনকে আহত করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বৃদ্ধ সিরাজ উদ্দিনকে মৃত ঘোষণা করেন। দুলারহাট থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা মর্গে পাঠিয়েছেন। 

গতকাল বৃহস্পতিবার সকালে সিরাজ উদ্দিনের ছেলে হাসনাইন বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ ও অজ্ঞাত কয়েকজনকে আসামি করে দুলারহাট থানায় হত্যা মামলা করেন। পুলিশ ঘটনায় জড়িত আবদুল বারেক নামে একজনকে গ্রেপ্তার করেছে।

হাসনাইন বলেন, ‘প্রভাব খাটিয়ে আবদুল বারেকসহ তাঁর পরিবারের সদস্যরা আমাদের ৮০ শতাংশ জমি জবরদখল করে। সকালে তারা ওই জমি ছেড়ে দিতে বলে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা আমাদের ওপর হামলা চালায়।’ 

এ বিষয়ে কথা বলতে আব্দুল বারেকের বাড়িতে গেলে তাঁকে পাওয়া যায়নি। 

দুলারহাট থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, এ ঘটনায় আবদুল বারেক নামে একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
 

আরও পড়ুন

×