কালিয়াকৈরে কবরস্থান থেকে অর্ধশতাধিক কঙ্কাল চুরি

প্রতীকী ছবি
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৪ | ১৯:৫৮
গাজীপুরের কালিয়াকৈরের একটি কবরস্থান থেকে প্রায় অর্ধশতাধিক কঙ্কাল চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত কয়েকদিনে উপজেলার মৌচাক ভান্নারা এলাকার জান্নাতুল বাক্কী কেন্দ্রীয় কবরস্থানে কঙ্কাল চুরির ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সকালে ওই কবরস্থানে গিয়ে বেশ কয়েকটি কবরের মাটি খুঁড়া দেখা যায়। সন্দেহ নিরসনে স্থানীয়রা অর্ধশতাধিক কবর পরীক্ষা করে জানতে পারে ওইসব কবরে কঙ্কাল নেই।
এলাকাবাসীর দাবি, ওই কবরস্থানে বৈদ্যুতিক আলোর ব্যবস্থা না থাকায় রাতের আধারে কবর খুঁড়ে কঙ্কালগুলো নিয়ে গেছে দুর্বৃত্তরা।
ভান্নারা এলাকার বাসিন্দা ইউসুফ সিকদার বলেন, এই কবরস্থান থেকে প্রায় অর্ধশতাধিক কঙ্কাল চুরি গেছে। এ নিয়ে স্বজনদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
কালিয়াকৈর থানার ওসি এএফএম নাসিম বলেন, কঙ্কাল চুরি ঘটনাটি এলাকাবাসীর কাছে জানতে পেরেছি। গ্রামবাসীদের থানায় একটি অভিযোগ দায়ের করতে বলেছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
- বিষয় :
- কঙ্কাল চুরি
- কালিয়াকৈর
- গাজীপুর