বাঞ্ছারামপুরে ছাত্রদল নেতা নয়নের হত্যাকারীদের ও শেখ হাসিনার বিচারের দাবিতে বিএনপির বিক্ষোভ

ছবি- সমকাল
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৪ | ১৭:১৪ | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৪ | ১৭:৪৪
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের গুলিতে নিহত ছাত্রদল নেতা নয়নের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন।
শনিবার দুপুরে উপজেলার আইয়ূবপুর ইউনিয়নের কড়িকান্দি ফেরিঘাটের কড়ুইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।
সমাবেশে বক্তারা ছাত্রদল নেতা নয়নসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত সব শহীদদের হত্যাকারীদের ও হত্যায় নির্দেশদাতাদের আইনের আওতায় এনে বিচার করার দাবি জানান। এ সময় তারা আওয়ামী ফ্যাসিস্ট সরকার দেশে লুটপাট চালিয়ে যে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন, সেসব টাকা উদ্ধার করে দেশে ফিরিয়ে আনার দাবি জানান।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক ভিপি একেএম মুসা, উপজেলা যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শুকরি সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, পৌর যুবদলের সদস্য সচিব ফয়সাল বিন ইউসুফ সামী, ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম প্রমুখ।
- বিষয় :
- বাঞ্ছারামপুর
- শেখ হাসিনা
- বিচার দাবি
- বিক্ষোভ