জনপদে ঘুরে বেড়াচ্ছে মুখপোড়া হনুমান

উল্লাপাড়ার শ্রীকোলা এলাকায় টিনের চালে বসে খাবার খাচ্ছে মুখপোড়া হনুমান সমকাল
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৪ | ২৩:২৯
কখনও গাছের ডালে আবার কখনও ঘরের চালায়। কখনও কখনও দেখা মিলছে বাজারের দোকানঘরের ওপরে। দু’দিন ধরে মুখপোড়া একটি সাদা হনুমান এভাবে উল্লাপাড়া পৌরসভা ও আশপাশের এলাকায় ঘুরে বেড়াচ্ছে। দলছুট প্রাণীটিকে নতুন বাস টার্মিনালের পাশে গাছের ডালে, শ্রীকোলা বাজারে এবং পূর্ব দেলুয়া ও মাগুড়া ডাঙ্গা গ্রামেও দেখা গেছে।
জানা গেছে, কালোমুখো হনুমানটিকে লোকজন কলা, পাউরুটি, বিস্কুটসহ নানা ধরনের খাবার খেতে দিচ্ছে। এলাকার কৌতূহলী ছেলেমেয়েরা দলবেঁধে প্রাণীটি দেখতে গেলে অন্যত্র পালিয়ে যাচ্ছে।
তবে হনুমানটিকে খেতে দেওয়ার মাধ্যমে এর সঙ্গে সখ্য না বাড়ানোর জন্য এলাকাবাসীকে পরামর্শ দিয়েছে বন বিভাগ।
উপজেলার শ্রীকোলা ও পূর্ব দেলুয়া গ্রামের বাসিন্দারা জানান, হনুমানটি বেশ শান্ত স্বভাবের। এটি বেশিক্ষণ এক জায়গায় থাকে না। তবে কেউ খাবার খেতে দিলে তা নিচ্ছে। এলাকায় বেশি দিন থাকলে কেউ হনুমানটির ক্ষতি করতে পারে বলে তাদের ধারণা। এ জন্য দ্রুত প্রাণীটি উদ্ধার করে বনে ছেড়ে দেওয়ার জন্য বন বিভাগের প্রতি অনুরোধ জানিয়েছেন তারা।
এ ব্যাপারে সিরাজগঞ্জ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. মতলুবুর রহমান (অতিরিক্ত দায়িত্ব) বলেন, দলছুট হনুমান সাধারণত ভারতের জঙ্গল বা বনভূমি থেকে মালবাহী ট্রেন বা ট্রাকে উঠে বাংলাদেশে চলে আসে। হনুমান ধরার জন্য ব্যবহৃত সরঞ্জাম তাদের নেই। তিনি হনুমানটিকে খেতে না দেওয়ার পরামর্শ দেন।
কেউ যেন তাকে ঢিল না ছোড়ে বা মারধর না করে, সেদিকে খেয়াল রাখতে অনুরোধ জানিয়ে
বন বিভাগের এ কর্মকর্তা বলেন, খেতে না
দিলে কালোমুখো হনুমানটি একাই আবার বনাঞ্চলে ফিরে যাবে।
- বিষয় :
- হনুমান