ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

সাঈদীর ক্যাসেট বাজানোয় জামায়াতের দুই সমর্থককে মারধর 

সাঈদীর ক্যাসেট বাজানোয় জামায়াতের দুই সমর্থককে মারধর 

ফাইল ছবি

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪ | ১৯:৩৪

ইন্দুরকানীতে প্রয়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ক্যাসেট বাজানোয় জামায়াতের দুই কর্মীকে আব্দুল লতিফ গাজী নেতৃত্বে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় শাহজাহান গাজীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার ইন্দুরকানী সদর ইউনিয়নের সেউতিবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসেন জানান, সকালে প্রয়াত নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ক্যাসেট বাজিয়ে শুনছিলেন সমর্থকরা। এ সময় আব্দুর লতিফ গাজী তাদের কাসেট বাজাতে নিষেধ করেন। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে লতিফ গাজীর নেতৃত্বে তাঁর দুই ছেলে তরিকুল গাজী, শরিফুল গাজী, আওয়ামী লীগ নেতা জামাল গাজীসহ ১৫ জন তাদের ওপর হামলা করেন। এতে স্থানীয় জামায়াত নেতা শাহজাহান গাজী, আব্দুর রশিদ গাজী আহত হন। গুরুতর আহত শাহজাহান গাজীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি। 

অভিযুক্ত আব্দুল লতিফ গাজী বলেন, নিজেদের  মধ্যে সামান্য কথা নিয়ে ঝগড়া হয়েছে। পরে হাতাহাতি হয়। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, হামলায় দু’জন জামায়াত সমর্থক আহত হয়েছেন। গুরুতর আহত একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী পক্ষ মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

আরও পড়ুন

×