জমি নিয়ে বিরোধের জের
শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ

বানারীপাড়ায় মুরারবাড়ি নুরানি হাফেজি ও কওমি মাদ্রাসা প্রাঙ্গনে শিক্ষক–শিক্ষার্থীদের মানববন্ধন
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪ | ২০:০৯
বরিশালের বানারীপাড়ায় মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়। শনিবার বিশারকান্দি ইউনিয়নের মুরারবাড়ি নুরানি হাফেজি ও কওমি মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় মাদ্রাসার পরিচালক কামাল হোসেন, হাফেজ ইব্রাহিম, নুরুল ইসলাম, মবিন প্রমুখ বক্তৃতা করেন। তারা হামলাকারী জাহিদুল ইসলাম, সলেমান মোল্লা, শাহ আলম মোল্লা, সবুজসহ জড়িত আসামিদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
জানা গেছে, জমি নিয়ে বিরোধে ১ সেপ্টেম্বর সকালে মুরারবাড়ি নুরানি হাফেজি ও কওমি মাদ্রাসার সম্পত্তিতে ঘর তুলে জবরদখলের চেষ্টা করেন আসামিরা। বাধা দিলে কুপিয়ে ও পিটিয়ে শিক্ষক হাফেজ হাসিবুল ইসলাম, রিয়াজুল ইসলাম, অভিভাবক আ. সালাম, মনির, সেরাজুল, নাসির, কালাম ও ইয়াসিনকে গুরুতর আহত করা হয়। তারা দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী খাদিজাকে গলা টিপে হত্যা চেষ্টা করেন। পিটিয়ে হাত ভেঙে দেয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মাহিয়ার। হামলাকারীদের বিরুদ্ধে বানারীপাড়া থানায় পৃথক তিনটি মামলা করা হয়েছে। বাদীরা হলেন মাদ্রাসার পরিচালক কামাল হোসেন, অভিভাবক আবুল কালাম ও মাহবুব।
এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত জাহিদুল ইসলাম, সলেমানের মোবাইল ফোনে কল দেওয়া হয়। সাড়া না দেওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
- বিষয় :
- জমি দখল
- প্রতিবাদ
- মানববন্ধন
- বরিশাল
- বানারীপাড়া