নান্দাইলে হত্যা মামলার আসামির বাড়িতে হামলা, লুটপাটের অভিযোগ

আসামিপক্ষের অভিযোগ, বাদীপক্ষের লোকজনের অব্যাহত হুমকির কারণে তারা জামিন পেয়েও বাড়িতে যেতে সাহস পারছেন না। ছবি: সমকাল
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪ | ১৯:৫৫
ময়মনসিংহের নান্দাইল উপজেলার মাটিকাটা গ্রামের লাল মিয়া হত্যা মামলার জামিনপ্রাপ্ত আসামিদের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে লুটপাটের ঘটনাটি ঘটে। আসামিপক্ষের অভিযোগ, বাদীপক্ষের লোকজনের অব্যাহত হুমকির কারণে তারা জামিন পেয়েও বাড়িতে যেতে সাহস পারছেন না।
জানা যায়, গত ১৯ জুন সকালে উপজেলার খারুয়া ইউপির মাটিকাটা গ্রামে ধানের বীজতলা প্রস্তুত করতে গেলে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে লাল মিয়া (২৮) মারা যায়। ঘটনার পরদিন নিহত লাল মিয়ার ভাই অসীম মিয়া বাদী হয়ে ১৩ জনকে আসামি করে একটি মামলা করেন। পরে আসামিরা উচ্চ আদালত থেকে জামিন লাভ করে। কিন্তু বাদীপক্ষের হুমকির কারণে জামিনপ্রাপ্তরা বাড়িতে যেতে সাহস পাচ্ছেন না। এ সুযোগে মঙ্গলবার বাদীপক্ষের লোকজন আসামি প্রতিবেশী গিয়াসউদ্দীনের পুত্র মিজানুর রহমান ও নবী হোসেনের বাড়িতে হামলা ও ভাঙচুর করে।
গতকাল মঙ্গলবার দুপুরে মাটিকাটা গ্রামে ওই বাড়িতে গিয়ে দেখা যায় তাদের দুটি টিনের ঘর দাঁড়িয়ে থাকলেও টিনে বেড়া ভেঙে নিয়ে গেছে। ঘরে থাকা কাপড়-চোপড়সহ বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। ধান ভর্তি চারটি গোলা খালি পড়ে আছে। ঘরের ভেতরে নেই দামি জিনিসপত্র।
এদিকে বাড়িতে সাংবাদিক এসেছে শুনে আসামিপক্ষের দুয়েকজন তাদের বাড়িতে আসতে চাইলে সিরাজ উদ্দিনের নেতৃত্বে ছেলে নজরুল ইসলাম, সাইফুল ইসলাম ও রামিম মিয়া লাঠিসোটা নিয়ে তাদের ধাওয়া করে। একপর্যায়ে তারা গিয়াস উদ্দিনের মেয়ে আঞ্জুরা আক্তার ও জামাই জালাল উদ্দিনকে মারধরও করে।
নিহত লাল মিয়ার পিতা সিরাজ উদ্দিন বলেন, আমার ছেড়াডারে তারা জানে মাইরালছে। অহন হেরা (আসামিরা) আবার বাড়ি আইয়া থাকতো চায়? তবে তারা কেউ বিপক্ষদের বাড়িঘর ভাঙচুর বা লুটপাট করে নাই। তারা নিজেরাই নিজেদের বাড়িঘর ভাঙচুর করে মিথ্যা অভিযোগ করছে।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি আব্দুল মজিদের ভাষ্য বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাটের বিষয়ে তাঁর কাছে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নিবেন।