ধান ক্ষেতে মিলল ৩টি রাসেলস ভাইপার, আতঙ্ক

রাসেল ভাইপার। ফাইল ছবি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪ | ১৭:৫৮ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৪ | ১৭:৫৯
শিবগঞ্জ উপজেলার গমেরচর এলাকায় বুধবার সকালে ধানের ক্ষেতে ৩টি রাসেলস ভাইপার পাওয়া গেছে। সাপগুলো পিটিয়ে হত্যার পর পুঁতে ফেলেন কৃষকরা। একই জায়গায় দু’দিনে ১০টি সাপ উদ্ধার করায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
উপজেলার পাঁকা ইউনিয়নের গমেরচর এলাকার ইব্রাহিম হোসেন জানান, তিন দিন আগে ধান কেটে আঁটি বেঁধে জমিতে ফেলে রাখেন শ্রমিকরা। বুধবার সকালে আঁটিগুলো আনতে গিয়ে সাপগুলো দেখতে পান তারা। এরপর সাপগুলো মেরে মাটিতে পুঁতে ফেলা হয়। পরপর দুই দিন ধানক্ষেতে সাপের অস্তিত্ব ভয় ধরিয়ে দিয়েছে শ্রমিকদের মনে। তাঁর ১২ কাঠা জমির ধান কাটা বন্ধ রয়েছে।
শ্রমিক সৈবুর রহমান জানান, মঙ্গলবার ৯টি সাপ পাওয়ার পর একই জায়গায় পরদিন ৩টি সাপ পাওয়া গেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শ্রমিকরা ধান কাটতে ভয় পাচ্ছেন।
পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক জানান, গমেরচর এলাকাটি পদ্মা নদীর ধারে হওয়ায় সাপের উপদ্রব বেড়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আফতাবুজ্জামান আল ইমরান বলেন, সাপে কামড় দিলে আতঙ্কিত হওয়া যাবে না। ৭০ শতাংশ ক্ষেত্রেই সাপের কামড় হতে পারে ড্রাই বাইট। এর অর্থ, সাপ কামড়ালেও শরীরে বিষ ঢোকে না। তবে যাই হোক, আক্রান্ত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিতে হবে।
- বিষয় :
- চাঁপাইনবাবগঞ্জ
- সাপ
- রাসেলস ভাইপার