ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

বিএনপির ১২ নেতাকর্মীর নামে মামলা

বিএনপির ১২ নেতাকর্মীর নামে মামলা

ফাইল ছবি

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪ | ১৮:২৮

উলিপুরে অভ্যন্তরীণ কোন্দলের জেরে এক কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুর রহমানসহ ১২ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। মঙ্গলবার রাতে মামলাটি করেন যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।

মামলা থেকে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলা বিএনপির দুটি পক্ষে বিরোধ চলছিল। বিরোধ মীমাংশায় ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় দলীয় কার্যালয়ে দুই পক্ষকে নিয়ে বসেন নেতাকর্মীরা। আলোচনা চলার সময় যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের ছোট ভাই আনারুল ইসলামকে প্রতিপক্ষের জিয়াদুল ইসলামসহ কয়েকজন কুপিয়ে জখম করে। আহত অবস্থায় আনারুলকে উলিপুর হাসপাতালে নেওয়া হয়। ঘটনার পাঁচ দিন পর মঙ্গলবার রাতে আমিনুল ইসলাম বাদী হয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুলকে প্রধান আসামি করে ছাত্রদল, যুবদল ও তাঁতি দলের ১২ নেতাকর্মীসহ অজ্ঞাত আরও ২৫ জনের নামে থানায় মামলা করেন। 

আমিনুল ইসলাম বলেন, ‘সাধারণ সম্পাদকের লোক পরিচয় দিয়ে আমার ব্যবসায়িক অংশীদার জিয়াদুল ইসলাম চাঁদা দাবি করেন। এর প্রতিবাদ করায় তাঁর সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি মীমাংসার জন্য পার্টি অফিসে বসলে অতর্কিতে আমার ভাইয়ের ওপর হামলা করা হয়।’ 

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুলের দাবি, একটি বালু পয়েন্টে দলের নাম করে আমিনুল ইসলামের দুই ভাই চাঁদা দাবি করে। উপজেলা তাঁতি দলের সদস্য সচিব জিয়াদুল ইসলাম এর প্রতিবাদ করলে তাঁকে মারধর করা হয়। বিষয়টি মীমাংসার জন্য পরদিন রাতে দুই পক্ষকে নিয়ে বসা হয়। এ সময় আমিনুল ইসলামের ভাইয়ের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে শুনেছি। আমি সেখানে উপস্থিত ছিলাম না। অথচ আমাকে আসামি করা হয়েছে। 

উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিয়া বলেন, মামলার বিষয়টি দুঃখজনক। 

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


 

আরও পড়ুন

×