ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব

বিএনপি অফিসে হামলা, কর্মীকে বেধড়ক মারধর

বিএনপি অফিসে হামলা, কর্মীকে বেধড়ক মারধর

ফাইল ছবি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪ | ২০:০১

আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে দৌলতপুরে বিএনপি অফিসে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দল নেতার সমর্থকদের বিরুদ্ধে। এ সময় এক কর্মীকে বেধড়ক পেটানো হয়। বুধবার রাতে রিফাইতপুর ইউনিয়নের লক্ষ্মীকোলা গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ থেকে জানা গেছে, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গল বুধবার বিকেলে রিফায়েতপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে শান্তি সমাবেশের আয়োজন করেন। সন্তোষজনক নেতাকর্মী উপস্থিত না হওয়ায় ক্ষুব্ধ হন তিনি। সমাবেশের পর তাঁর ভাতিজা আবিদ হাসান মন্টি লোকজন নিয়ে লক্ষ্মীকোলা বাজারে বিএনপি অফিসে যান। নেতাকর্মীকে শহীদ মঙ্গলের পক্ষে কাজ করতে বলেন। রাজি না হওয়ায় তাদের বের করে দিয়ে ভাঙচুর করে অফিসে তালা ঝুলিয়ে দেন। জিয়াউর রহমান জিয়া নামে এক কর্মী প্রতিবাদ করলে তাঁকে বেধড়ক পেটানো হয়।

অভিযোগ অস্বীকার করে আবিদ হাসান মন্টি বলেন, ‘জিয়া আমার চাচার শান্তি সমাবেশে যেতে নেতাকর্মীকে বাধা দেয়। দুজনকে মারধরও করে। এর কারণ জানতে ওই এলাকায় গিয়েছি। ভাঙচুরের বিষয়টি সত্য নয়।’

 

আরও পড়ুন

×