ছাত্রদল নেতাসহ ১০ জনের নামে হত্যাচেষ্টা মামলা

ফাইল ছবি
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪ | ২০:৩৩
ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ জুয়েলের বিরুদ্ধে উজিরপুরে শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক খোকন ডাকুয়াকে হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে জুয়েলকে নির্দেশদাতা উল্লেখ করে ১০ জনের নামে ও অজ্ঞাতপরিচয় ২০/২৫ জনের বিরুদ্ধে থানায় মামলাটি করা হয়।
মামলা থেকে জানা যায়, বুধবার রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের সোনার বাংলা এলাকায় ৪টি মোটরসাইকেলে করে সন্ত্রাসীরা আসে। তারা খোকন ডাকুয়াকে লক্ষ্য করে ৫ রাউন্ড গুলি ছোড়ে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে ১ রাউন্ড গুলি উদ্ধার করে। এ সময় হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেপ্তার চেয়ে আধাঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখা হয়। পুলিশ ও সেনাবাহিনী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।
শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক খোকন ডাকুয়া বলেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু ছয় বছর পরে এলাকায় ফিরেছেন। এ উপলক্ষে আয়োজিত সভায় সাইফ মাহমুদ জুয়েলের সঙ্গে কথা কাটাকাটি হয়। এর জের ধরে জুয়েলের নির্দেশে আমার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ৫ রাউন্ড গুলি ছোড়া হয়। আমি অল্পে রক্ষা পাই।
অভিযোগ অস্বীকার করে সাইফ মাহমুদ জুয়েল বলেন, খোকন দলের ছোট ভাই। তাকে নিয়ে নোংরা রাজনীতি কেন করব? সে হয়তো কারও প্ররোচনায় মামলা করেছে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাফর আহম্মেদ জানান, থানায় মামলা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- হত্যাচেষ্টা
- মামলা
- বরিশাল
- উজিরপুর