ভোমরা সীমান্তে দেড় কেজি স্বর্ণসহ কারবারি আটক

আটক জাকির হোসেন। ছবি: সমকাল
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধ
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৪ | ১০:৪৮
সাতক্ষীরার ভোমরা সীমান্তে ১১ পিস স্বর্ণের বারসহ জাকির হোসেন (৩১) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি)। বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে ভোমরা সীমান্তের লক্ষীদাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা এলাকার লক্ষীদাড়ি গ্রামের আজিজুল মোল্যার ছেলে।
সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। তার দেহ তল্লাশি করে কোমরে গামছা দিয়ে পেচানো অবস্থায় স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৪৮৩ গ্রাম ৮৯ মিলিগ্রাম । যার বাজার মূল্য ১ কোটি ৬০ লাখ ৭০ হাজার ৫২৮ টাকা। স্বর্ণের বার শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশে পরিবহন ও নিজ জিম্মায় রাখায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়।
এদিকে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করে স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা ও আসামিকে থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।