ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বন্ধুকে ছুরিকাঘাতে খুনের অভিযোগে যুবক আটক

বন্ধুকে ছুরিকাঘাতে খুনের অভিযোগে যুবক আটক

ছবি: প্রতীকী

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪ | ১৮:৩৬

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নেশাগ্রস্ত অবস্থায় রাসেল নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে তাঁর বন্ধুর বিরুদ্ধে। শনিবার উপজেলার থুমনিয়া শালবনের পাশে সোনাচান্দি এলাকার একটি ধানক্ষেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাসেল সদর উপজেলার মোহম্মদপুর ইউনিয়নের কাকডোব গ্রামের আনিছুর রহমানের ছেলে। এ ঘটনায় তাঁর বন্ধু শাহেদ হোসেনকে আটক করেছে পুলিশ।

আটক শাহেদের বরাতে পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যার পর থুমনিয়া শালবাগানে তারা দুই বন্ধু মিলে মাদক সেবন করতে আসেন। এ সময় তুচ্ছ বিষয় নিয়ে দু’জনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে শাহেদ তাঁর বন্ধু রাসেলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এরপর শাহেদ পুলিশকে ফোন করে দায় স্বীকার করে আত্মসমর্পণ করেন।

পুলিশ রাতেই শাহেদকে সঙ্গে নিয়ে মরদেহের সন্ধানে শালবনে যায়। অনেক খোঁজাখুজির পরও মরদেহ না পেয়ে ফিরে আসে তারা। শনিবার সকালে এক কৃষক শালবনের পাশে সোনাচান্দি এলাকায় ধানক্ষেত পরিচর্যার জন্য গিয়ে লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে রাসেলের মরদেহ উদ্ধার করে তারা।

পীরগঞ্জ থানার ওসি খায়রুল আনাম বলেন, এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক শাহেদও আহত হন। তাঁকে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


 

আরও পড়ুন

×