নাজিরপুরে বিএনপির পাল্টাপাল্টি কমিটি

ফাইল ছবি
নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪ | ১৯:১৭
পদপদবি ও নেতৃত্বের লোভ, গ্রুপিং, নিজেদের মধ্যে অনৈক্য, বিভেদ ও কোন্দলে জড়িয়ে পড়েছে নাজিরপুর বিএনপি, যার প্রভাব পড়েছে ওয়ার্ডে ওয়ার্ডে। চলছে পাল্টাপাল্টি কমিটি গঠন।
২০২৩ সালের ৮ জানুয়ারি উপজেলা বিএনপির নতুন কমিটি গঠনের পর থেকে দলে কোন্দল চরম আকার ধারণ করে। গত ৫ আগস্টের পর দুই পক্ষই পৃথক কর্মসূচি পালন করেছে। গত ৪ সেপ্টেম্বর উপজেলা বিএনপির সদস্য সচিবের উপস্থিতিতে কর্মীদের ভোটে ইউনিয়নের ৫ নম্বর ওয়র্ডের কমিটি গঠন হয়। এ কমিটিতে রয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান দুলাল ও সদস্য সচিব আবু হাসান খানসহ ৬ যুগ্ম আহ্বায়ক। গত ১১ সেপ্টেম্বর উপজেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম খানের নেতৃত্বে একই ওয়ার্ডে কমিটি করা হয়। এ কমিটিতে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম লিটনসহ দুই যুগ্ম আহ্বায়ক রয়েছেন। ইউনিয়ন বিএনপির দায়িত্বশীল নেতাদের ছাড়া এ ওয়ার্ডের পৃথক কমিটি হয়। এ তথ্য নিশ্চিত করেছেন কলারদোয়ানিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আরিফুল হক উজ্জ্বল।
উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান জানান, জেলা বিএনপির নির্দেশে গত ২৮ জুন থেকে ৮১টি ওয়ার্ডে কর্মীদের প্রত্যক্ষ ভোটে ১৭ কমিটি গঠন করা হয়। বাকিগুলোর কাজ করেছে সংশ্লিষ্ট ইউনিয়ন বিএনপি। একটি পক্ষ দলীয় নিয়মনীতি উপেক্ষা করে ওয়ার্ড কমিটি গঠন করেছে। বিষয়টি জেলাসহ কেন্দ্রকে জানানো হয়েছে।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম খান বলেন, আগের কমিটি গঠনে অনিয়ম হয়েছে– এমন অভিযোগ রয়েছে। তাই স্থানীয়দের অনুরোধে নতুন কমিটি করা হয়েছে।
- বিষয় :
- বিএনপি
- পাল্টাপাল্টি কর্মসূচি
- পিরোজপুর
- নাজিরপুর