ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ফরিদপুরে ‘জশনে জুলুছ’

ছবি- সমকাল
ফরিদপুর অফিস
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪ | ১৩:১১ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৪ | ১৩:৩৭
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে ফরিদপুরে জশনে জুলুছ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার শহরের গোয়ালচামট পিটিআই গেট থেকে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন কমিটি ফরিদপুর জেলা শাখার আয়োজনে শোভাযাত্রা শেষে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর সদরের তুলাগ্রাম দরবার শরীফের গদিনিশীন পীর কুরবান আল চিশতি আল নিজামীর সভাপতিত্বে এবং ফরিদপুর পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর আমির হোসেন মাসুদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, রনি আল চিশতি, আবুল সরকার, সামাদ আল চিশতী আল নিজামী প্রমুখ।
সভায় বক্তারা পবিত্র ঈদে মিলাদুন্নবী নিয়ে আলোচনা করেন এবং দৈনন্দিন জীবনে মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর জীবন ও আদর্শ অনুসরণ করার আহ্বান জানান।
- বিষয় :
- ঈদে মিলাদুন্নবী
- ফরিদপুর