ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ফল বাগানের বৈদ্যুতিক ফাঁদে আটকে কৃষকের মৃত্যু

ফল বাগানের বৈদ্যুতিক ফাঁদে আটকে কৃষকের মৃত্যু

ফাইল ছবি

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৪ | ১৯:৫৮

আলমডাঙ্গা উপজেলায় ফল বাগানে চুরি ও গবাদি পশুর প্রবেশ ঠেকাতে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে আটকা পড়ে শেখ আব্দুল হালিম (৫০) নামে এক কৃষক মারা গেছেন। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার খাদেমপুর ইউনিয়নের মাজহাট এলাকায় এ ঘটনা ঘটে। আব্দুল হালিম ওই এলাকার মৃত শেখ মহিউদ্দীনের ছেলে।

স্থানীয়রা জানান, চার বছর আগে মাজহাট গ্রামের বাইলে পাড়া মাঠে ড্রাগন ফল চাষ শুরু করেন একই এলাকার শাজাহান হোসেন মিরা। চোরের অনুপ্রবেশ ও বাগানে গবাদি পশুর প্রবেশ ঠেকাতে এর চারপাশে বৈদ্যুতিক তার বিছিয়ে রাখেন তিনি। শুক্রবার সকালে আব্দুল হালিমসহ আরও দু’জন প্রতিবেশী জিল্লুর রহমানের কলাবাগানে কাজ করতে যান। সকাল ১০টার দিকে আব্দুল হালিম পানি খাওয়ার জন্য ড্রাগন বাগানে যান। এ সময় ছড়িয়ে রাখা বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

এদিকে ঘটনায় পর থেকেই ড্রাগন চাষি শাজাহান হোসেন পলাতক রয়েছেন। তাঁর বিরুদ্ধে হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন আব্দুল হালিমের স্বজন। শাজাহানের বিচার ও শাস্তি দাবি করেছেন এলাকাবাসীও। 

আব্দুল জব্বার নামে এক কৃষক জানান, কয়েক মাস আগে চুরি ও পশুপাখি রোধে বাগানের চারদিকে বৈদ্যুতিক তারের ফাঁদ পেতে রেখেছে শাজাহান। সার্বক্ষণিক ওই তারে বিদ্যুৎ থাকে। বাগান মালিক কোনো প্রচার কিংবা ব্যানার-ফেস্টুন না লাগিয়ে মানুষ মারার ফাঁদ তৈরি করেছে। 

আলমডাঙ্গা থানার ওসি শেখ গণি মিয়া জানান, শুক্রবার দুপুরে ওই কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। 



 

আরও পড়ুন

×