দরিদ্রদের চাল বিতরণে বাধা দেওয়ার অভিযোগ

ফাইল ছবি
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪ | ২০:৩০
আগৈলঝাড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ বন্ধ করে দেওয়া হয়েছে। সচ্ছল ও আওয়ামী লীগ নেতাদের মধ্যে চাল বিতরণের অভিযোগ এনে ইউনিয়ন বিএনপির সদস্য সুভাষ মণ্ডলের নেতৃত্বে রোববার এ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
জানা গেছে, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় রাজিহার ইউনিয়নের ৪১৫ সুবিধাভোগীর জন্য খাদ্যবান্ধব কর্মসূচির চাল বরাদ্দ এসেছে। প্রতি মাসে দুই মাস অন্তর ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল বিতরণ করা হয়। উপজেলা যুবলীগের সদস্য ও রাজিহার ইউনিয়নের রামানন্দের আঁক গ্রামের স্বপন বাড়ৈ ডিলার হিসেবে রাজিহার, বাটরা, রামানন্দের আঁক, বাহাদুপুর গ্রামের সুবিধাভোগীদের মধ্যে রোববার চাল বিতরণ শুরু করেন। সকালে চাল বিতরণের সময় সুভাষ মণ্ডলের নেতৃত্বে ৫-৬ জন এসে অনিয়মের অভিযোগ তুলে চাল বিতরণ কার্যক্রম বন্ধ করে দেন। তাদের দাবি আওয়ামী লীগকর্মী, বিদ্যালয়ের শিক্ষকসহ সচ্ছলদের মধ্যে চাল বিতরণ করা হচ্ছে।
চাল বিতরণের সময় রাজিহার ইউনিয়নের ট্যাগ অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণ কুমার ঘটক উপস্থিত ছিলেন না।
রাজিহার গ্রামের বিমল আইচ, বসুণ্ডা গ্রামের পুলিন হালদার ও পশ্চিম রাজিহার গ্রামের বিমল বালাসহ অনেকেই অভিযোগ করে বলেন, সকালে চাল আনতে গেলে সুভাষ মণ্ডল বাধা দেন। অনুরোধ করার পরও তিনি কথা শোনেননি। পরে চাল না পেয়ে বাড়ি ফিরে আসি।
এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সদস্য সুভাষ মণ্ডল বলেন, যাদের চাল দেওয়া হচ্ছিল, তারা সচ্ছল ও আওয়ামী পরিবারের সদস্য। তাই চাল দেওয়া হয়নি।
চাল বিতরণের ডিলার স্বপন বাড়ৈ জানান, ১৫ থেকে ২০টি কার্ডধারী চাল চাল পাননি। বিষয়টি ট্যাগ অফিসার ও ইউনিয়ন চেয়ারম্যানকে জানানো হয়েছে।
ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার বলেন, হঠাৎ করে চাল বিতরণ বন্ধ করা ঠিক হয়নি।
রাজিহার ইউনিয়নের ট্যাগ অফিসার প্রাণ কুমার ঘটক বলেন, অভিযোগ থাকলে বিএনপি নেতা আমাদের জানাতে পারতেন। হুট করে বিতরণ বন্ধ করা ঠিক হয়নি। বঞ্চিতদের চাল দেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন জানান, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- খাদ্যবান্ধব কর্মসূচি
- অনিয়মের অভিযোগ
- বরিশাল