ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সাজেক ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করল প্রশাসন

সাজেক ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করল প্রশাসন

ছবি- সংগৃহীত

রাঙামাটি অফিস

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৪ | ১৫:৪১ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৪ | ১৭:৩৩

রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্রে আগামী তিনদিন ভ্রমণে যেতে পর্যটকদের নিরুৎসাহিত করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার সকালে আইন-শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্তের কথা জানান জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

তিনি বলেন, খাগড়াছড়ি ও রাঙামাটির অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে সাজেকে দেড় হাজার পর্যটক আটকা পড়েছেন। তাদের নিরাপদে ফিরিয়ে আনতে প্রশাসনকে অনেক বেগ পেতে হয়েছে। তাই পরিস্থিতি বিবেচনায় সাজেকে আগামীকাল বুধবার থেকে তিনদিন পর্যটকদের সাজেক ভ্রমণে যেতে নিরুৎসাহিত করা হয়েছে।

জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ফরহাদ হোসেন, সিভিল সার্জন ডা. নুয়েন খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোতাছেম বিল্যাহ, রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী পরিচালক সবুজ চাকমাসহ অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

সভায় নেতৃবৃন্দ বলেন, রাঙামাটির আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল সম্প্রদায়কে নিয়ে কমিটি গঠন করতে হবে। যারা জেলা প্রশাসন কার্যালয়ে গিয়ে ‘জি হুজুর’ বলেন কিন্তু রাস্তায় থাকেন না, তাদেরকে কমিটিতে রাখা যাবে না।

এ বিষয়ে রাঙামাটি পুলিশ সুপার ফরহাদ হোসেন বলেন, সংঘাত সৃষ্টিকারী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের কাছে অনেক তথ্য এসেছে। সেগুলো নিয়ে কাজ চলছে। এ সময় সহিংসতার ঘটনায় কারো কাছে কোনো তথ্য, ছবি বা ভিডিও ফুটেজ থাকলে তা সরবরাহ করার আহ্বান জানান পুলিশ সুপার।

উল্লেখ্য, রাঙামাটি ও খাগড়াছড়িতে উদ্ভূত পরিস্থিতি ও জুম্ম ছাত্রজনতার ডাকা ৭২ ঘণ্টা অবরোধের কারণে শনিবার থেকে সাজেকে আটকে পড়েন প্রায় দেড় হাজারের বেশি পর্যটক। মঙ্গলবার সকাল ৭টার দিকে নিরাপত্তা বাহিনীর সহায়তায় তাদের খাগড়াছড়ি জেলা শহরে পৌঁছে দেওয়া হয়।

আরও পড়ুন

×