প্লাস্টিক ব্যবহার ও ব্যবস্থাপনা বিষয়ক আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ২০২৪
নারায়ণগঞ্জ পর্ব চ্যাম্পিয়ন ইসলামিক এডুকেশনাল ট্রাস্ট উচ্চ বিদ্যালয়

ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪ | ১৮:২৫ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ | ১৮:২৬
ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইউনিডো) এবং বাংলাদেশ ডিবেট ফেডারেশন (বিডিএফ) আয়োজিত প্লাস্টিক ব্যবহার ও ব্যবস্থাপনা বিষয়ক আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ২০২৪-এর নারায়ণগঞ্জ পর্বের চূড়ান্ত বিতর্ক ও সমাপনী গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে, ইসলামিক এডুকেশনাল ট্রাস্ট (আইইটি) সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং মরগ্যান গার্লস হাই স্কুল রানার আপ হয়। বিজয়ী দলের সাদমান ভূঁইয়া ফাইনালের সেরা বিতার্কিক হয়েছেন।
প্লাস্টিক দূষণ সম্পর্কে তরুণদের মধ্যে সচেতনতা বাড়াতে এবং প্লাস্টিক পণ্যের টেকসই ব্যবহার অনুপ্রাণিত করার লক্ষ্যে আয়োজিত দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ জেলার ১৬টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতের শেষদিনে কর্মশালায় অংশ নেয় দুই শতাধিক শিক্ষার্থী। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ইউএনআইডিওর প্রকল্প পরিচালক ড. রানা প্রতাপ সিং পরিবেশবান্ধব টেকসই উদ্যোগে তরুণদের সম্পৃক্ত করার গুরুত্বের ওপর জোর দেন। তিনি বলেন, বাংলাদেশের পরিবেশগত চ্যালেঞ্জগুলির অন্যতম হল প্লাস্টিকের যথাযথ ব্যবহার এবং ব্যবস্থাপনা।
অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক ও জাতীয় প্রকল্প পরিচালক ড. আবদুল্লাহ আল মামুন প্লাস্টিক দূষণ মোকাবেলায় সমন্বিত পদ্ধতির প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
প্রতিযোগিতাটি `বাংলাদেশে টেকসই প্লাস্টিক ব্যবহার এবং সামুদ্রিক লিটার প্রতিরোধের প্রতি সমন্বিত দৃষ্টিভঙ্গি’ শীর্ষক বৃহত্তর প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে ইউনিডো এবং পরিবেশ অধিদপ্তর কর্তৃক যৌথভাবে বাস্তবায়িত হচ্ছে। ঢাকাস্থ রয়্যাল নরওয়েজিয়ান দূতাবাসের মাধ্যমে নরওয়ে সরকারের পররাষ্ট্র মন্ত্রণালযয়ের অর্থায়নে চলমান এই প্রকল্পের লক্ষ্য বাংলাদেশে প্লাস্টিক দূষণের ক্রমবর্ধমান সমস্যা মোকাবেলা করা।
অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের সহকারী প্রকল্প পরিচালক কাজী সুমন, নারায়ণগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা, বাংলাদেশ ডিবেট ফেডারেশনের (বিডিএফ) সভাপতি প্লাবন গঙ্গোপাধ্যায়, বিডিএফের সাধারণ সম্পাদক জেহাদ আল মেহেদী, সাংগঠনিক সম্পাদক নাঈম মাহমুদ.সহ-সাধারণ সম্পাদক রোহান রহমান প্রমুখ বক্তব্য দেন। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- নারায়ণগঞ্জ
- বিতর্ক প্রতিযোগিতা