ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ছাত্র ও যুবদলের বিক্ষোভ, মাদক-সন্ত্রাস-দখল-নৈরাজ্য বন্ধের দাবি

ছাত্র ও যুবদলের বিক্ষোভ, মাদক-সন্ত্রাস-দখল-নৈরাজ্য বন্ধের দাবি

ছবি: সংগৃহীত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪ | ১০:৪৯ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৪ | ১১:২৯

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক, সন্ত্রাস, দখল ও নৈরাজ্য বন্ধের দাবিতে ছাত্র ও যুবদলের নেতাকর্মী বিক্ষোভ মিছিল করেছেন। গতকাল বুধবার দুপুরে উপজেলার ভোলাবো ইউনিয়নের করাটিয়া, আঙ্গারজোড়া ও পুবেরগাঁও এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

ভোলাবো ইউনিয়ন যুব ও ছাত্রসমাজের ব্যানারে বিক্ষোভ মিছিলটি ছনপাড়া-চান টেক্সটাইল সড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন ছাত্রদল নেতা আমির হোসেন মোল্লা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুবদল নেতা সেলিম মোল্লা, আক্কাস মোল্লা, জামান মিয়া, আলামিন মোল্লা, রাসেল মিয়া প্রমুখ। 

এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় ছাত্র ও যুবদল নেতাকর্মী বলেন, একদল দুর্বৃত্ত এলাকায় মাদক, সন্ত্রাস, দখল ও নৈরাজ্য করার অপচেষ্টা চালিয়ে আসছে। এসব অপরাধ বন্ধে আমরা সচেতন নাগরিক ঐক্যবদ্ধ। কেউ এ ধরনের অপরাধ করলে আমরা কোনো ছাড় দেব না। প্রয়োজনে অপরাধীদের ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করব। তাই মাদক, সন্ত্রাস, দখল ও নৈরাজ্য বন্ধে অপরাধীদের হুঁশিয়ারি দেন তারা।

আরও পড়ুন

×