ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মেঘনাতীরে ভেসে এলো তরুণীর লাশ

মেঘনাতীরে ভেসে এলো তরুণীর লাশ

ছবি: সংগৃহীত

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪ | ১২:৫৫

ভোলার চরফ্যাসনে অজ্ঞাতপরিচয় এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে বেতুয়া প্রশান্তি পার্কসংলগ্ন মেঘনা নদীর তীর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। লাশটি জিও ব্যাগের সঙ্গে আটকে ছিল।

পুলিশ ও এলাকাবাসীর ধারণা, বুধবার সকালে জোয়ারের সঙ্গে ওই তরুণীর লাশ ভেসে আসে। পরে সেটি বেতুয়া প্রশান্তি পার্কসংলগ্ন মেঘনা নদীর তীররক্ষা বাঁধের জিও ব্যাগের সঙ্গে আটকে যায়। দুপুরের দিকে পর্যটক ও ব্যবসায়ীরা লাশ দেখতে পেয়ে পুলিশে সংবাদ দেন।

আনুমানিক ২০-২১ বছর বয়সী তরুণীর গায়ে মেরুন রঙের সালোয়ার-কামিজ ছিল। বিষয়টি নিশ্চিত করে চরফ্যাসন থানার উপপরিদর্শক (ওসি) সাইফুল ইসলাম বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে সংবাদ পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। তাঁর নাম-পরিচয় জানা যায়নি। পরিচয় জানতে দেশের বিভিন্ন থানায় ছবি পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ভোলা মর্গে পাঠানো হয়েছে।  

আরও পড়ুন

×