ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

দালালের দৌরাত্ম্য ঠেকাতে পাসকার্ড চালু চমেক হাসপাতালে

দালালের দৌরাত্ম্য ঠেকাতে পাসকার্ড চালু চমেক হাসপাতালে

ছবি-সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪ | ১৮:৫১

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দালালের দৌড়াত্ম্য ঠেকাতে উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। রোগী ভাগিয়ে নেওয়া, ওষুধ চুরি, শিশু অপহরণসহ নানা পরীক্ষা-নিরীক্ষার নামে অবৈধ কারবারের কারণে চট্টগ্রাম অঞ্চলের সাধারণ মানুষের ভরসার চিকিৎসাকেন্দ্রটির সুনাম ম্লান হতে বসেছে। সেখান থেকে রোগী ও তাদের স্বজনকে সুরক্ষা দিতে এবং সুচিকিৎসা নিশ্চিত করতে দর্শনার্থীদের জন্য পাসকার্ড চালু করা হয়েছে।

জানা গেছে, প্রতি রোগীর জন্য একজন স্বজনকে পাসকার্ড বা অনুমতিপত্র দেওয়া হবে। এর মূল্য হবে ১০০ টাকা, যা কার্ড জমা দেওয়ার পর ফেরত পাওয়া যাবে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন বলেন, রোগীর স্বজন পরিচয় দিয়ে একাধিক বহিরাগত হাসপাতালে প্রবেশ করে নানা অপকর্ম করছে। তাদের ঠেকাতে এই পাসকার্ড। উদ্যোগটি এখনও প্রাথমিক পর্যায়ের। তবে বাস্তবায়ন নিয়ে রয়েছে নানা জটিলতা। কারণ, এ কাজে যে পরিমাণ জনবল প্রয়োজন, তা হাসপাতালের নেই।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আখতার কবির চৌধুরী বলেন, হাসপাতালটি এ অঞ্চলের কয়েক কোটি সাধারণ মানুষের প্রধানতম ভরসার জায়গা হলেও প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন তারা। দালাল চক্রের কাছে যেন সবাই অসহায়। এমন প্রেক্ষাপটে পাসকার্ড চালুর উদ্যোগ ইতিবাচক। এর চেয়েও বেশি প্রয়োজন সুচিকিৎসা নিশ্চিত করা। মানুষ চমেক হাসপাতালে ভালো চিকিৎসা পেলে, সব ওষুধ ও পরীক্ষার ব্যবস্থা থাকলে কেন অন্য হাসপাতালে যাবে?

আরও পড়ুন

×