রাজারহাট উপজেলা আ’লীগ সভাপতির বাড়িতে আগুন

ফাইল ছবি
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪ | ২০:২২
রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুনুর মো. আক্তারুজ্জামানের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এতে বাড়ির দুটি কক্ষের আসবাবসহ অন্যান্য সামগ্রী পুড়ে যায়। প্রতিপক্ষের লোকজন শত্রুতা করে আগুন দিয়েছে বলে অভিযোগ তাদের।
স্থানীয় বাসিন্দারা বলছেন, রাতে বাড়িতে গেট বন্ধ থাকে। সেখানে অন্যের প্রবেশের সুযোগ নেই। ঘটনার সময়ও বাড়ির গেট ভেতর থেকে আটকানো ছিল। আবুনুরের বিরুদ্ধে মামলা থাকায় তিনি বেশ কিছুদিন ধরে রাতে বাড়ি থাকেন না। ঘটনার রাতেও তিনি ছিলেন না বলে তারা জানান।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তারুজ্জামান সওদাগর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে ২-৩ লাখ টাকার সামগ্রী পুড়ে গেছে।
এ বিষয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ দেয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
- বিষয় :
- অগ্নিসংযোগ
- অভিযোগ
- কুড়িগ্রাম
- রাজারহাট