ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

আন্দোলনের মুখে পদত্যাগ করলেন শেবাচিম হাসপাতালের পরিচালক

আন্দোলনের মুখে পদত্যাগ করলেন শেবাচিম হাসপাতালের পরিচালক

ছবি: সংগৃহীত

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪ | ১৬:০৪

আন্দোলনের মুখে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের পরিচালক ডা. মো. সাইফুল ইসলাম পদত্যাগ করেছেন। রোববার সকালে তার দপ্তরের সামনে বিক্ষোভ শুরু হলে দুপুর ১২টার দিকে তিনি পদত্যাগ করেন। 

পদত্যাগপত্রে তিনি লিখেছেন, ‘হাসপাতাল পরিচালনা করতে অপরাগ বিধায় আমি স্বেচ্ছায় স্বজ্ঞানে অত্র হাসপাতালের পরিচালনার দায়িত্ব থেকে বিরত আছি’। দায়িত্ব হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়েছে পদত্যাগপত্রে।

ডা: সাইফুল ২০২১ সালের ১৩ এপ্রিল শেবাচিমের পরিচালক পদে যোগ দেন। এর আগে তিনি শেবাচিমর ক্যাম্পাসের ভেতর অবস্থিত ইনষ্টিটিউট অব হেলথ টেকনোলজির অধ্যক্ষ ছিলেন। তার বাড়ি গৌরনদী উপজেলায়। সেখানকার সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি প্রভাবশালী নেতা আবুল হাসানাত আবদুল্লাহ শেবাচিম স্বাস্থসেবা উন্নয়ন কমিটির সভাপতি ছিলেন। গুঞ্জন রয়েছে, হাসানাতের লোক হিসাবে ডা: সাইফুল শেবাচিম হাসপাতালে পদায়ন হয়েছিলেন। 

তার বিরুদ্ধে আন্দোলনকারীদের প্রধান অভিযোগ- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ডা: সাইফুল আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে ৩ আগষ্ট শান্তি সমাবেশ করেছিলেন। 

তারা আরও অভিযোগ করেন, পরিচালক হাসপাতালে নিরাপদ কর্মপরিবেশ তৈরীতে ব্যর্থ হয়েছে। সর্বশেষ এক শিশু মৃত্যুর ঘটনায় চিকিৎসক লাঞ্ছিত হলে পরিচালক কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সকালে প্রথমে শিক্ষানবীশ চিকিৎসকরা পরিচালকের কক্ষের সামনে বিক্ষোভ শুরু করেন। পরে কলেজের শিক্ষার্থীরাও এসে তাদের সঙ্গে যোগ দেন। পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে গেলে তিনি পদত্যাগপত্রে স্বাক্ষর দেন। পরে সহকর্মী চিকিৎসকরা হাত ধরে তাকে নিরাপদে ক্যাম্পাস ছাড়তে সহযোগিতা করেন। 
 
উল্লেখ্য, গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর গত ২ সেপ্টেম্বর আওয়ামী লীগপন্থী চিকিৎসক সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের ছয় চিকিৎসককে শেবাচিম ও হাসপাতালে আজীবন নিষিদ্ধ করেছে আন্দোলনকারীরা। তাদের চাপের মুখে পরিচালক ডা: সাইফুল ৬ শিক্ষানবীশ চিকিৎসকের ইন্টার্নশিপ দুইবছরের জন্য স্থগিত করেছিলেন।

আরও পড়ুন

×