স্কুলছাত্র শাওন হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার দাবি

ফাইল ছবি
ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪ | ২০:৩৩
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার তেলিখালীতে নবম শ্রেণির শিক্ষার্থী শাওন হত্যায় জড়িত কিশোর গ্যাংয়ের সদস্যদের শাস্তি দাবি করা হয়েছে। রোববার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ দাবি করা হয়। এ সময় স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের উত্ত্যক্ত বন্ধে পদক্ষেপেরও দাবি জানান বক্তারা।
উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছিন আরাফাত রানার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হালদার, প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান, গণমাধ্যমকর্মী রিয়াজ মাহমুদ মিঠু, শফিকুল ইসলাম মিলন, প্রভাষক জাকির হোসেন সরদার, তেলিখালী ইউপি সদস্য বাহাউদ্দীন বাদল তালুকদার, সহকারী শিক্ষক আফরোজা আক্তার মুক্তা প্রমুখ।
আলোচনা চলাকালে প্রতিটি এলাকায় অভিভাবকদের নিয়ে সমিতি গঠনের প্রস্তাব জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল আহসান। এ প্রস্তাবে উপস্থিত সদস্যরা সম্মতি জানান।
- বিষয় :
- স্কুল ছাত্র নিহত
- বিচার দাবি
- পিরোজপুর
- ভাণ্ডারিয়া