তিন মাসেই ধসে পড়ল কালভার্টটি

উল্লাপাড়ার সদাই গ্রামে ফুলজোর নদী-সংলগ্ন খালের ওপর ধসে পড়ে বক্স কালভার্ট
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪ | ১৯:৪৫
উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের সদাই গ্রামে ফুলজোর নদী-সংলগ্ন খালের ওপর বক্স কালভার্টটি শনিবার রাতে ধসে পড়েছে। ফলে উভয় পাড়ের লোকজনের যাতায়াত বন্ধ হয়ে গেছে।
পঞ্চক্রোশী ইউনিয়ন থেকে সদাই ও রাঘবড়িয়া গ্রামের লোকজনের যাতায়াতের সুবিধার্থে সদাই গ্রামে পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের প্রকল্প থেকে ২০২৩-২০২৪ অর্থবছরে কালভার্টটি নির্মাণ করা হয়। ৩ লাখ টাকা ব্যয়ে ১৮ ফুট লম্বা ও ১৪ ফুট চওড়া বক্স কালভার্ট নির্মাণ প্রকল্পের সভাপতি ছিলেন ৬ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল আলীম। ৩ মাস আগে স্থানীয়দের চলাচলের জন্য এটি খুলে দেওয়া হয়। শনিবার রাতে কালভার্টটি ধসে পড়েছে। নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করায় এটি ভেঙে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
সংশ্লিষ্ট ওয়ার্ডের আব্দুস সালাম, শেফালী বেগম, আনোয়ার হোসেন, আবু সালেহ, আরজান আলী, ইসমাইল হোসেন, সবুজ আলী ও বেলাল হোসেনের অভিযোগ– প্রকল্প সভাপতি কালভার্ট তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করেছেন। তিনি সঠিকভাবে কাজের তদারকিও করেননি। এ কারণে ৩ মাসের সামান্য বৃষ্টিতেই ধসে গেল। তারা অবিলম্বে নতুন করে কালভার্ট নির্মাণের দাবি জানিয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চক্রোশী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য ও উক্ত প্রকল্পের সভাপতি আব্দুল আলীম। তিনি বলেন, কালভার্ট নির্মাণে কোনো অনিয়ম বা নিম্নমানের সামগ্রী ব্যবহার হয়নি। প্রবল বৃষ্টির কারণে খালের দুই পাশের এবং নিচের অংশের মাটি সরে গিয়ে এটি ভেঙে পড়েছে। এখন খালে অনেক পানি। পানি কমে গেলে ভেঙে যাওয়া অংশ সংস্কারের ব্যবস্থা করা হবে।
উল্লাপাড়া উপজেলা প্রকৌশলী আবু সায়েদ বলেন, নিম্নমানের নির্মাণসামগ্রীর ব্যবহার, ভার বহনের ক্ষমতা যাচাই না করা ও খালের পানির স্রোতের প্রচণ্ডতার কারণে কালভার্ট ধসে যেতে পারে।
পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ জানান, মাত্র তিন লাখ টাকায় মানসম্মত কালভার্ট নির্মাণ কখনোই সম্ভব নয়। তারপরেও জনগণের সমস্যা সমাধানে ইউপি সদস্য এটি তৈরি করেছিলেন। নতুন করে কালভার্টটি নির্মাণ করার দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।