সমকাল সাংবাদিক মোহাম্মদ আলী মারা গেছেন

দৈনিক সমকালের মাদারীপুরের শিবচর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আলী। ছবি: সংগৃহীত
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪ | ২৩:৩৬ | আপডেট: ০১ অক্টোবর ২০২৪ | ০৮:৪৭
সমকালের মাদারীপুরের শিবচর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আলী (৪৩) আর নেই। গতকাল সোমবার রাতে মারা গেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শিবচর উপজেলার পাঁচচর এলাকার আব্দুল মজিদ মৃধার ছেলে মোহাম্মদ আলী। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
মোহাম্মদ আলীর ভগ্নিপতি আলিম উদ্দিন উকিল জানান, তিন দিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। স্বাস্থ্য পরীক্ষা না করায় কী ধরনের জ্বর, তা জানা যায়নি। রাত ৯টার দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। আজ মঙ্গলবার সকালে পাঁচচর এলাকায় জানাজা শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মোহাম্মদ আলীর মৃত্যুতে সমকাল পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।